Amitabh Bachchan Son-in-Law: মেয়ে শ্বেতা তো বাপের বাড়িতেই থাকেন, অমিতাভের জামাই করেন কী? ফিল্মি ফ্যামিলির সদস্য হয়েও বলিউডের সঙ্গে নেই কোনও যোগ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের যে গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর একাধিক কারণের মধ্যে ননদও নাকি অন্যতম কারণ ছিল৷ ছেলের থেকে মেয়েকে বেশি সম্পত্তি দেবেন বচ্চনরা৷ এই নিয়েই শুরু হয়েছিল গন্ডগোল৷
কিন্তু কেন বরের কাছে থাকেন না শ্বেতা? তাঁদের তো ডিভোর্সও হয়নি৷ তাহলে? কী বচ্চন বাড়ির জামাইয়ের পরিচয়? জানুন
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নিখিল নন্দার সাফল্যের যাত্রা শুরু হয়েছিল একটি শক্তিশালী শিক্ষাগত ভিত্তি দিয়ে। তিনি দেরাদুনের মর্যাদাপূর্ণ দুন স্কুলে পড়াশোনা শেষ করেন এবং তারপর পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ওয়ার্টন স্কুলে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। অর্থ ও বিপণনে দক্ষতার সাথে, তিনি এসকর্টস কুবোটা লিমিটেডের দায়িত্ব গ্রহণ করেন, উদ্ভাবন এবং কৌশলগত নেতৃত্বের মাধ্যমে কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যান।
advertisement
advertisement
advertisement
নিখিল নন্দার বংশধারা বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সঙ্গে যুক্ত৷ তিনি কিংবদন্তি অভিনেতা, পরিচালক, প্রযোজক রাজ কাপুরের কন্যা ঋতু নন্দার ছেলে। এর ফলে তিনি ঋষি কাপুর, রণধীর কাপুর এবং রাজীব কাপুরের মতো বিখ্যাত অভিনেতাদের ভাগ্নে। তার খুড়তুতো ভাই-বোনদের মধ্যে রয়েছেন বলিউডের তারকা করিশ্মা কাপুর, কারিনা কাপুর খান এবং রণবীর কাপুর৷ ফলে তাঁর বলিউড যোগও গভীর৷
advertisement
advertisement
নিকিল নন্দা যখন এসকর্টস কুবোটা লিমিটেডকে আরও বড় মাইলফলকের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ কর্পোরেট উৎকর্ষতা এবং বলিউড বংশের মিশ্রণ তিনি ভীষণ ভাবে প্রশংসিত৷ পারিবারিক উত্তরাধিকার ধরে রাখার পাশাপাশি নিজের সাফল্যের গল্প তৈরি করার ক্ষমতা ঐতিহ্য এবং আধুনিক উদ্যোক্তার সমন্বয়ের উদাহরণ। তিনি বলিউডের ধার কাছ দিয়েও যান না৷ নিজের জগতেই তিনি নিজের সিংহাসন তৈরি করেছেন৷