Esha-Bharat Divorce: 'গাড়ির ভিতরে না বলেই...!' রেগে আগুন এষা, যা করেছিলেন ভরতের সঙ্গে, শুনলে শিউরে উঠবেন

Last Updated:
Esha-Bharat Divorce: সাক্ষাৎকারে এষা জানিয়েছিলেন, ছুটির দিনে ভরত তাঁকে নিয়ে লং ড্রাইভ-এ গিয়েছিল৷ সেখানেই গাড়ির ভিতরে ঘটেছিল এমন এক ঘটনা, যার কারণেই নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁদের৷
1/6
বলিউড অভিনেত্রী হেমা মালিনী এবং ধর্মেন্দ্র কন্যা এষা দেওলের দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ভেঙে গেছে৷ বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছেন এষাও তাঁর স্বামী ভরত তখতানি৷
বলিউড অভিনেত্রী হেমা মালিনী এবং ধর্মেন্দ্র কন্যা এষা দেওলের দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ভেঙে গেছে৷ বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছেন এষাও তাঁর স্বামী ভরত তখতানি৷
advertisement
2/6
ব্যক্তিগত জীবন নিয়ে মোটেই মুখ খুলতে পছন্দ করেন না হেমা মালিনী ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওল৷ কিন্তু এবাক পাকাপাকি ঘর ভাঙল ধর্মেন্দ্র কন্যার৷  এষা ও ভরতের বিচ্ছেদের খবরে সকলেই হতবাক হয়ে গেছেন৷
ব্যক্তিগত জীবন নিয়ে মোটেই মুখ খুলতে পছন্দ করেন না হেমা মালিনী ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওল৷ কিন্তু এবাক পাকাপাকি ঘর ভাঙল ধর্মেন্দ্র কন্যার৷ এষা ও ভরতের বিচ্ছেদের খবরে সকলেই হতবাক হয়ে গেছেন৷
advertisement
3/6
তবে এই প্রথমবার নয়, এর আগেও প্রেমে থাকাকালীন বিচ্ছেদ হয়েছিল দু'জনের৷ বিয়ের আগে থেকেই দীর্ঘদিন একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন তারা৷  স্কুল থেকেই প্রেম ছিল দু'জনের৷ প্রায়শই নানা বিষয় নিয়ে ঝগড়া হত তাদের৷ একবার নাকি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিচ্ছেদ হয়ে যায়৷
তবে এই প্রথমবার নয়, এর আগেও প্রেমে থাকাকালীন বিচ্ছেদ হয়েছিল দু'জনের৷ বিয়ের আগে থেকেই দীর্ঘদিন একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন তারা৷ স্কুল থেকেই প্রেম ছিল দু'জনের৷ প্রায়শই নানা বিষয় নিয়ে ঝগড়া হত তাদের৷ একবার নাকি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিচ্ছেদ হয়ে যায়৷
advertisement
4/6
এক সাক্ষাৎকারে এষা জানিয়েছিলেন, ছুটির দিনে ভরত তাঁকে নিয়ে লং ড্রাইভ-এ গিয়েছিল৷ সেখানেই গাড়ির ভিতরে ঘটেছিল এমন এক ঘটনা, যার কারণেই নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁদের৷
এক সাক্ষাৎকারে এষা জানিয়েছিলেন, ছুটির দিনে ভরত তাঁকে নিয়ে লং ড্রাইভ-এ গিয়েছিল৷ সেখানেই গাড়ির ভিতরে ঘটেছিল এমন এক ঘটনা, যার কারণেই নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁদের৷
advertisement
5/6
এষা বলেন, গাড়ির ভিতরে এষার হাত ধরার চেষ্টা করেছিল ভরত৷ প্রাক্তন স্বামীর এই আচরণেই রেগে আগুন হয়ে যান অভিনেত্রী৷ হাত ছাড়িয়ে এষা সটান বলেন, তুমি আমার হাত ধরো কোন সাহসে? তারপরই গাড়ি থেকে সটান নেমে চলে যান এষা৷
এষা বলেন, গাড়ির ভিতরে এষার হাত ধরার চেষ্টা করেছিল ভরত৷ প্রাক্তন স্বামীর এই আচরণেই রেগে আগুন হয়ে যান অভিনেত্রী৷ হাত ছাড়িয়ে এষা সটান বলেন, তুমি আমার হাত ধরো কোন সাহসে? তারপরই গাড়ি থেকে সটান নেমে চলে যান এষা৷
advertisement
6/6
অভিনেত্রী বলেন, পরের দিন স্কুলে ভরত কথা বলার চেষ্টা করেছিল৷ কিন্তু এষা পণ করেছিল, যে কথা কিছুতেই বলবেন না৷ তারপর দীর্ঘদিন কথা বন্ধ ছিল তাঁদের৷ ফোনও পর্যন্ত ধরেননি এমনকি মেসেজের উত্তরও দেননি৷ তার অনেক পর ধীরে ধীরে সম্পর্কটা ঠিক হয়৷ তবে দীর্ঘ এত বছরের সম্পর্কও পাকাপাকি ভেঙে গেল এষা ও ভরতের৷
অভিনেত্রী বলেন, পরের দিন স্কুলে ভরত কথা বলার চেষ্টা করেছিল৷ কিন্তু এষা পণ করেছিল, যে কথা কিছুতেই বলবেন না৷ তারপর দীর্ঘদিন কথা বন্ধ ছিল তাঁদের৷ ফোনও পর্যন্ত ধরেননি এমনকি মেসেজের উত্তরও দেননি৷ তার অনেক পর ধীরে ধীরে সম্পর্কটা ঠিক হয়৷ তবে দীর্ঘ এত বছরের সম্পর্কও পাকাপাকি ভেঙে গেল এষা ও ভরতের৷
advertisement
advertisement
advertisement