Saif Ali Khan-Kareena Kapoor Relations: আশ্চর্য করিনার কীর্তি! সইফ ফিরতেই ২৫ কোটির ফ্ল্যাটে কী করে বসলেন নায়িকা? ছবি ভাইরাল

Last Updated:
যে রাতে সইফের উপর আক্রমণ হয়, সেই সময় করিনা কোথায় ছিলেন, সে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল এবং তার সঠিক উত্তর মেলেনি
1/7
২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান৷ মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর নিজের বাড়িতে হেঁটেই ঢোকেন সইফ৷ সকলে ধন্যবাদ জানান তাঁর খোঁজখবর নেওয়ার জন্য৷ সইফ বাড়ি ফেরার দিন করিনা কী করেন জানেন?
২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান৷ মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর নিজের বাড়িতে হেঁটেই ঢোকেন সইফ৷ সকলে ধন্যবাদ জানান তাঁর খোঁজখবর নেওয়ার জন্য৷ সইফ বাড়ি ফেরার দিন করিনা কী করেন জানেন?
advertisement
2/7
বান্দ্রার বাসভবন সতগুরু শরণ বিল্ডিংয়ে সইফ-করিনার ঘরে ঢুকে পড়ে এক অনুপ্রবেশকারী৷ তাকে বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয় এবং ছুরি দিয়ে আক্রমণ করা হয় সইফের উপর৷ ভয়ঙ্কর আহত হন সইফ৷ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সফল অস্ত্রোপচারের পর আপাতত সইফ বাড়ি ফিরেছেন৷ তবে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷
বান্দ্রার বাসভবন সতগুরু শরণ বিল্ডিংয়ে সইফ-করিনার ঘরে ঢুকে পড়ে এক অনুপ্রবেশকারী৷ তাকে বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয় এবং ছুরি দিয়ে আক্রমণ করা হয় সইফের উপর৷ ভয়ঙ্কর আহত হন সইফ৷ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সফল অস্ত্রোপচারের পর আপাতত সইফ বাড়ি ফিরেছেন৷ তবে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
3/7
সাইফ বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে, স্ত্রী কারিনা কাপুর খান একেবারে ঢালের মতো হয়ে দাঁড়িয়েছেন৷ সইফের বাড়ি ফেরার খুশিতে তিনি উদযাপন করছেন৷ ২১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় স্বামীর বাড়ি ফেরার উপলক্ষ্যে বাড়িটি সুন্দর করে সাজান এবং চারিদিকে আলোর রশনাইয়ে ভরিয়ে তোলেন৷
সাইফ বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে, স্ত্রী কারিনা কাপুর খান একেবারে ঢালের মতো হয়ে দাঁড়িয়েছেন৷ সইফের বাড়ি ফেরার খুশিতে তিনি উদযাপন করছেন৷ ২১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় স্বামীর বাড়ি ফেরার উপলক্ষ্যে বাড়িটি সুন্দর করে সাজান এবং চারিদিকে আলোর রশনাইয়ে ভরিয়ে তোলেন৷
advertisement
4/7
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে সাইফ এবং কারিনার ১২ তলা বিল্ডিংটি আলোয়ে আলোকিত হয়েছে। খানের বাসভবনের ছবি, সতগুরু শরণ, দ্রুত অনলাইনে ভাইরাল হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে সাইফ এবং কারিনার ১২ তলা বিল্ডিংটি আলোয়ে আলোকিত হয়েছে। খানের বাসভবনের ছবি, সতগুরু শরণ, দ্রুত অনলাইনে ভাইরাল হয়ে যায়।
advertisement
5/7
আক্রমণের সময় তাঁদের পারিবারিক পরিচারিকা ইলিয়াম্মা ফিলিপ অসম্ভব সাহসরের সঙ্গে প্রতিরোধ করেন৷ তাঁকে করিনা পুরস্কৃত করবেন বলে জানা গেছে।
আক্রমণের সময় তাঁদের পারিবারিক পরিচারিকা ইলিয়াম্মা ফিলিপ অসম্ভব সাহসরের সঙ্গে প্রতিরোধ করেন৷ তাঁকে করিনা পুরস্কৃত করবেন বলে জানা গেছে।
advertisement
6/7
সাইফের বোন, সাবা পতৌদি, সোশ্যাল মিডিয়ায় একটি মন ছুঁয়ে যাওয়া মেসেজ দিয়েছেন জেহের প্রতিপালকের উদ্দেশ্য৷ তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবা তিনি লিখেছেন, “সেই সময় এঁদের কাজ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ! তুমিই সেরা!যেভাবে আমার ভাইকে বাঁচিয়েছ, তার জন্য ধন্যবাদ”৷
সাইফের বোন, সাবা পতৌদি, সোশ্যাল মিডিয়ায় একটি মন ছুঁয়ে যাওয়া মেসেজ দিয়েছেন জেহের প্রতিপালকের উদ্দেশ্য৷ তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবা তিনি লিখেছেন, “সেই সময় এঁদের কাজ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ! তুমিই সেরা!যেভাবে আমার ভাইকে বাঁচিয়েছ, তার জন্য ধন্যবাদ”৷
advertisement
7/7
১৬ জানুয়ারি, একজন অনুপ্রবেশকারী গভীর রাতে সাইফের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তাকে প্রায় ছয়বার ছুরিকাঘাত করে। পরিস্থিতি একটি গুরুতর মোড় নেয় যখন অনুপ্রবেশকারী সাইফের কনিষ্ঠ পুত্র, জেহ, যা জাহাঙ্গীর নামেও পরিচিত তার ঘরে প্রবেশ করে। সৌভাগ্যক্রমে, একজন মহিলা কর্মী সদস্য অনুপ্রবেশকারীকে লক্ষ্য করেছিলেন এবং অবিলম্বে একটি অ্যালার্ম উত্থাপন করেছিলেন।
১৬ জানুয়ারি, একজন অনুপ্রবেশকারী গভীর রাতে সাইফের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তাকে প্রায় ছয়বার ছুরিকাঘাত করে। পরিস্থিতি একটি গুরুতর মোড় নেয় যখন অনুপ্রবেশকারী সাইফের কনিষ্ঠ পুত্র, জেহ, যা জাহাঙ্গীর নামেও পরিচিত তার ঘরে প্রবেশ করে। সৌভাগ্যক্রমে, একজন মহিলা কর্মী সদস্য অনুপ্রবেশকারীকে লক্ষ্য করেছিলেন এবং অবিলম্বে একটি অ্যালার্ম উত্থাপন করেছিলেন।
advertisement
advertisement
advertisement