Bollywood: 'আমি জুনিয়রদের সঙ্গে ছবি তুলি না', এ কী বলে ফেললেন ডিম্পল! ঘাবড়ে গেল নেটদুনিয়া
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
টুইঙ্কলের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তো স্পষ্ট দেখা যাচ্ছেন প্রমাণ। একসঙ্গে ছবি তাঁরা এই দিন ঠিকই তুলিয়েছেন। সেই ফ্রেমে মা আর মেয়ে দুজনেই স্বমহিমায় উজ্জ্বল। নিন্দুকদের মুখে ছাই দিয়ে ডিম্পলকে মায়ের বদলে বড় বোন বলেই ভ্রম হচ্ছে সেই ছবিতে।
advertisement
advertisement
advertisement
ছবির শেষে যখন ফটোগ্রাফাররা মা-মেয়েকে একসঙ্গে দাঁড়িয়ে একটা ছবি তোলানোর অনুরোধ করেন, সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে খারিজ করে দেন ডিম্পল। 'আমি জুনিয়রদের সঙ্গে ছবি তুলি না', সপাটে বলে ওঠেন তিনি! এই ভিডিও যখন বিরল ভায়ানির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড হয়, চমকে যায় নেটদুনিয়া। নেটাগরিকরা বুঝে উঠতে পারেন না কেন ডিম্পল এমন কথা বললেন।
advertisement
advertisement
advertisement
মজার ব্যাপার, শুধু চিত্রনাট্য লেখাই নয়, ছবিটা তৈরি হওয়ায় টুইঙ্কলের আরও ভূমিকা রয়েছে। অ্যাপলজ এন্টারটেনমেন্টের সঙ্গে ছবিটা সহ-প্রযোজনাও করেছেন তিনি। ছবির স্ক্রিনিংয়ে এই দিন বিশেষ করে নজর কাড়ে টুইঙ্কলের হলুদ শাড়ি আর হাতে-চুলে ধ্রুপদী রুপোর গয়নার সাজ। ফলে, মা-মেয়ের একসঙ্গে ছবি তোলানোর অনুরোধ যে আসবেই, তা হিসেবের মধ্যেই পড়ে।
advertisement
আসলে যতই মিসেস ফানিবোনস নামে পরিচয় মেয়ের হোক, তা শুধু টুইঙ্কলের শরীরে নয়, ডিম্পলের শরীরেও রয়েছে। সেই কারণেই এ হেন রসিকতা!টুইঙ্কলের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তো স্পষ্ট দেখা যাচ্ছেন প্রমাণ। একসঙ্গে ছবি তাঁরা এই দিন ঠিকই তুলিয়েছেন। সেই ফ্রেমে মা আর মেয়ে দুজনেই স্বমহিমায় উজ্জ্বল। নিন্দুকদের মুখে ছাই দিয়ে ডিম্পলকে মায়ের বদলে বড় বোন বলেই ভ্রম হচ্ছে সেই ছবিতে।