নুসরতের বিয়ের কার্ডে দারুণ চমক, সূঁচ-সুতোয় লেখা পাত্র-পাত্রীর নাম

Last Updated:
1/6
 এরকম বিয়ে হয়তো এর আগে দেখেনি টলিউড ইন্ডাস্ট্রি ৷ একে তো টলিপাড়ার প্রথম ডেস্টিনেশন বিয়ে ৷ তুরস্কের বোদরুমে বিয়ের আসর ৷ তবে শুধু বিয়ের আসরেই চমক নয় ৷ বিয়ের কার্ডেও চমক দিলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান ও তাঁর হবু বর ব্যবসায়ী নিখিল জৈন ৷
এরকম বিয়ে হয়তো এর আগে দেখেনি টলিউড ইন্ডাস্ট্রি ৷ একে তো টলিপাড়ার প্রথম ডেস্টিনেশন বিয়ে ৷ তুরস্কের বোদরুমে বিয়ের আসর ৷ তবে শুধু বিয়ের আসরেই চমক নয় ৷ বিয়ের কার্ডেও চমক দিলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান ও তাঁর হবু বর ব্যবসায়ী নিখিল জৈন ৷
advertisement
2/6
 যেহেতু কাপড়ের ব্যবসায়ী নিখিল আর অন্যদিকে ছবি আঁকতে ভালোবাসেন নুসরত ৷ সেহেতু বিয়ের কার্ডেও আনা হল এই দুইয়ের ছোঁয়া ৷ সূঁচ-সুতোর সেলাইয়ের আদলেই সাজিয়ে তোলা হল নুসরতের বিয়ের কার্ড ৷
যেহেতু কাপড়ের ব্যবসায়ী নিখিল আর অন্যদিকে ছবি আঁকতে ভালোবাসেন নুসরত ৷ সেহেতু বিয়ের কার্ডেও আনা হল এই দুইয়ের ছোঁয়া ৷ সূঁচ-সুতোর সেলাইয়ের আদলেই সাজিয়ে তোলা হল নুসরতের বিয়ের কার্ড ৷
advertisement
3/6
বিয়ের কার্ড খুললেই উঁকি দেবে সাদা কাপড়ে সূঁচ-সুতোর আদলে লেখা বিয়ের অনুষ্ঠানের তারিখ, সময় ও পাত্র-পাত্রীর নাম ৷ সঙ্গে রইল গোল বাক্সে রাখা কাঠের বোতাম ৷
বিয়ের কার্ড খুললেই উঁকি দেবে সাদা কাপড়ে সূঁচ-সুতোর আদলে লেখা বিয়ের অনুষ্ঠানের তারিখ, সময় ও পাত্র-পাত্রীর নাম ৷ সঙ্গে রইল গোল বাক্সে রাখা কাঠের বোতাম ৷
advertisement
4/6
প্রথমে শোনা গিয়েছিল ইস্তানবুলে বিয়ে করতে চলেছেন নুসরত ৷ তবে সেই সব গুঞ্জনকে উড়িয়ে নুসরতের বিয়ের আসর কিন্তু তুরস্কের বোদরুম শহর ৷ এই শহরেরই এক পাঁচতারা হোটালে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে নুসরত ও নিখিলের ৷
প্রথমে শোনা গিয়েছিল ইস্তানবুলে বিয়ে করতে চলেছেন নুসরত ৷ তবে সেই সব গুঞ্জনকে উড়িয়ে নুসরতের বিয়ের আসর কিন্তু তুরস্কের বোদরুম শহর ৷ এই শহরেরই এক পাঁচতারা হোটালে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে নুসরত ও নিখিলের ৷
advertisement
5/6
 ইতিমধ্যেই নুসরতের কলকাতার বাড়ি ইডেন ইমেরিয়্যাল সেজে উঠেছে আলোয় ৷ ঝলমলে করছে বাড়ির আশপাশে ৷
ইতিমধ্যেই নুসরতের কলকাতার বাড়ি ইডেন ইমেরিয়্যাল সেজে উঠেছে আলোয় ৷ ঝলমলে করছে বাড়ির আশপাশে ৷
advertisement
6/6
খবর অনুযায়ী, বিয়ের আসরে অবশ্যই থাকছে নুসরতের বাবা-মা ৷ সঙ্গে থাকবেন স্কুলের বান্ধবীরাও ৷ ইন্ডাস্ট্রি থেকে মিমি চক্রবর্তী থাকবেনই ৷ জানা গিয়েছে, বিয়ের মেন্যুও দারুণ হতে চলেছে ৷ নুসরত যেহেতু নিজে খেতে এবং খাওয়াতে ভালোবাসেন, তাই নিজের বিয়ের মেন্যু নাকি নিজেই বেছে নেন, সাত-পাঁচ ভেবে ৷
খবর অনুযায়ী, বিয়ের আসরে অবশ্যই থাকছে নুসরতের বাবা-মা ৷ সঙ্গে থাকবেন স্কুলের বান্ধবীরাও ৷ ইন্ডাস্ট্রি থেকে মিমি চক্রবর্তী থাকবেনই ৷ জানা গিয়েছে, বিয়ের মেন্যুও দারুণ হতে চলেছে ৷ নুসরত যেহেতু নিজে খেতে এবং খাওয়াতে ভালোবাসেন, তাই নিজের বিয়ের মেন্যু নাকি নিজেই বেছে নেন, সাত-পাঁচ ভেবে ৷
advertisement
advertisement
advertisement