বাড়ির বৌমাকে নিয়ে এমন পোস্ট বিবেকের! বিগ বিও দিলেন পাল্টা...
Bangla Editor
1/ 5
পুরনো প্রেমিকাকে নিয়ে একটি কুরুচিকর মিম শেয়ার করে বেশ বিপাকে বিবেক ওবেরয়৷ একজিট পোল নিয়ে একটি দুর্ভাগ্যজনক মিমে ব্যবহার করা হয় ঐশ্বর্য রাইয়ের ছবি৷ সেখানে বচ্চন বৌমার পুরনো প্রেম থেকে বিয়ের সঙ্গে একজিট পোলের তুলনা টানা হয়৷ সেটাই শেয়ার করেন তার প্রাক্তন প্রেমিক বিবেক৷ এরপর নিন্দার ঝড়৷
2/ 5
তবে গুরুত্বপূর্ণ হল বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের পোস্টটি৷ তিনি লিখেছেন যে সোশ্যাল মিডিয়া সকলে ব্যবহার করেন ঠিকই৷ কিন্তু তা অত্যন্ত সজাগভাবে করা উচিৎ, না হলেই মুশকিল৷ ঠিক যেই ভুল করেছেন বিবেক ওবেরয়৷
3/ 5
আশ্চর্যজনক ভাবে অমিতাভ এই পোস্টটি আগে করে৷ বিবেকের পোস্ট ছিল তারপর৷ দুপুর ১২.০৭ নাগাদ অমিতাভ এই লেখাটা পোস্ট করেন আর বিবেক পোস্ট করেন ১.২৭ নাগাদ৷ তাহলে কী এমন মনোভাব থেকে এই কথাটি লিখলেন অমিতাভ, যা হুবহু মিলে গেল বিবেকের পোস্টের সঙ্গে৷
4/ 5
যদিও পরে এই মিমটি নিজের ট্যুইটার থেকে মুছে দেন বিবেক৷ ক্ষমাও চেয়ে নেন৷
5/ 5
প্রেম ছিল, প্রেম ভেঙেছে৷ কিন্তু সকলেই নিজের মত এগিয়ে গিয়েছেন জীবনে৷ এমন ঘটনা নিয়ে পরিণত মানষিকতার অভিনেতারা মজা পাবেন? এভাবে? এই প্রশ্নে ট্রোলড হলেন বিবেক৷