অত্যন্ত দক্ষ অভিনেতা বিবেক। পথচলা শুরু করেছিলেন 'কোম্পানি' ছবি দিয়ে। 'রোড', 'সাঁথিয়া', 'যুবা'- একের পর এক ছবি সফল। অভিনেতা হিসেবে প্রশংসাও পাচ্ছিলেন। কিন্তু তাঁর পরই ব্যক্তিগত কারণের জেরে বিপাকে পড়েন বিবেক। ঐশ্বর্য রাই-এর সঙ্গে প্রেম। বলিউডের সুলতান সলমনের সঙ্গে শত্রুতা। তাঁর কেরিয়ারে গ্রহণ লেগে যায়।