সামনেই লোকসভা ভোট ৷ ভোটের আগে সরগরম গোটা দেশের রাজনৈতিক মহল ৷ আর এই সময়ই মুক্তি পেল মোদি বায়োপিকে মোদির ৯ অবতার ৷
2/ 10
যৌবনকাল থেকে একেবারে রাজনীতির জীবনে পা দেওয়ার প্রথম দিন থেকে কীরকম দেখতে ছিলেন মোদি ৷ তাই ফুটে উঠল বিবেক ওবেরয়ের মধ্যে দিয়ে ৷
3/ 10
বলিউডে এবার তৈরি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক ৷ ছবিটি পরিচালনা করছেন উমঙ্গ কুমার৷ ‘সরবজিত’ ও ‘মেরি কম’-এর পর এবার নরেন্দ্র মোদির জীবনীকে পর্দায় তুলে ধরতে চলেছেন উমঙ্গ ৷
4/ 10
এই ছবিতে উঠে আসবে মোদির পুরো জীবনী ৷ কীভাবে সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রী হয়ে উঠলেন মোদি ৷ তাই উঠে আসবে ছবির গল্পে ৷
5/ 10
পরিচালক উমঙ্গ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বহুদিন ধরেই এই ছবি নিয়ে কথা চলছে ৷ কথা হয়েছিল বিবেক ওবেরয়ের সঙ্গেও ৷ বিবেক ছবির কথা শুনতেই হ্যাঁ করে দেন ৷ ’
বলিউডে এবার তৈরি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক ৷ ছবিটি পরিচালনা করছেন উমঙ্গ কুমার৷ ‘সরবজিত’ ও ‘মেরি কম’-এর পর এবার নরেন্দ্র মোদির জীবনীকে পর্দায় তুলে ধরতে চলেছেন উমঙ্গ ৷
পরিচালক উমঙ্গ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বহুদিন ধরেই এই ছবি নিয়ে কথা চলছে ৷ কথা হয়েছিল বিবেক ওবেরয়ের সঙ্গেও ৷ বিবেক ছবির কথা শুনতেই হ্যাঁ করে দেন ৷ ’