

টলিউডের নায়িকারা শুধু ভালো অভিনয় করেন এমনটা না। তাঁরা সাহসী। বোল্ড পোশাক বা সাহসী চরিত্রে অভিনয় হোক কোনও কিছুতেই পিঁছিয়ে নেই তাঁরা। রাইমা সেন থেকে পায়েল সরকার সহ টলিউডের বেশ কিছু অভিনেত্রী নিজেদের অভিনয় ও সাহসে মুগ্ধ করেছেন দর্শককে। photo source collected


রিয়া সেন। সুচিত্রা সেনের নাতনী। মুনমুন সেনের মেয়ে। তবে এছাড়াও রিয়া একজন মডেল অভিনেত্রী। সাহসী পোশাকে ফোটোশ্যুটে সব সময় মন জয় করেন তিনি।photo source collected


মধুমিতা সরকার। টেলিভিশনের জনপ্রিয় মুখ। পাখি চরিত্রে তাঁর অভিনয় এখনও ভোলেননি মানুষ। তাঁকেও সাহসী ফোটোশ্যুট করতে দেখা যায়। photo source collected


টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল। অভিনয় দক্ষতায় মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। পায়েল কে সব সময় বোল্ড ছবিতে দেখা যায়। photo source collected


অলিভিয়া। বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। বেশ কতগুলি ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। খুব ভাল গান করেন তিনি। সব সময় সাহসী পোশাকে ধরা দেন তিনি। শাড়িতেও অপরূপা অলিভিয়া।


রাইমা সেন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। আর দারুণ ছবি মানেই রাইমা। নীল জিন্সের শার্টে ধরা দিয়েছেন তিনি।


সঞ্জনা বন্দোপাধ্যায়। বাঙালি অভিনেত্রী। টলিউডে খুব কিছু করেননি। তবে মারাঠি, তেলেগু, মালায়ালাম এবং বলিউডে কাজ করছেন তিনি।


র্যাচেল। টলিউডের জনপ্রিয় মুখ। বিশেষ করে বাংলা ওয়েবসিরিজে সব থেকে বেশি কাজ করছেন তিনি। সাহসী পোশাকে প্রায়ই দেখা যায় তাঁকে।


নুসরত ফরিয়া। বাংলাদেশ তথা ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। তাঁকেও মাঝে মধ্যেই নানান ছবিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি।