আজ বিয়ে, মালা গলায় শ্রাবন্তী-রোশন,ইন্টারনেটে ছড়াল ছবি

Last Updated:
1/6
♦ কপালে রসকলি গলায়, গলায় মালা ৷ পাশাপাশি দাঁড়িয়ে টলি-কুইন শ্রাবন্তী ও তাঁর বয়ফ্রেন্ড রোশন সিং ৷ ইন্টারনেটে ছড়িয়ে গিয়েছে সেই ছবি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ কপালে রসকলি গলায়, গলায় মালা ৷ পাশাপাশি দাঁড়িয়ে টলি-কুইন শ্রাবন্তী ও তাঁর বয়ফ্রেন্ড রোশন সিং ৷ ইন্টারনেটে ছড়িয়ে গিয়েছে সেই ছবি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
♦ বলা হচ্ছে, এই ছবিটি নাকি গতকালের ছবি ৷ অর্থাৎ বিয়ের আগের দিনের ছবি এটি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ বলা হচ্ছে, এই ছবিটি নাকি গতকালের ছবি ৷ অর্থাৎ বিয়ের আগের দিনের ছবি এটি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
♦ টলিপাড়ায় বহুদিন ধরে গুঞ্জন ছিল তৃতীয়বারের জন্য প্রেমে পড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাত্রের নাম রোশন সিং ওরফে মন্টি। জন্ম সূত্রে রোশন সিং পাঞ্জাবি, পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু তিনি। ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ টলিপাড়ায় বহুদিন ধরে গুঞ্জন ছিল তৃতীয়বারের জন্য প্রেমে পড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাত্রের নাম রোশন সিং ওরফে মন্টি। জন্ম সূত্রে রোশন সিং পাঞ্জাবি, পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু তিনি। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
 ♦ বর্তমানে পার্ক সার্কাস এলাকাতেই থাকেন বলে রোশন। জানা যাচ্ছে, মন্টি ওরফে রোশন শ্রাবন্তীর জামাইবাবুর পরিচিত। সেখান থেকেই তাঁর সঙ্গে শ্রাবন্তীর আলাপ। তাঁদের পরিচয় নাকি খুব বেশি দিনেরও নয়, মাত্র মাস চারেকের। ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ বর্তমানে পার্ক সার্কাস এলাকাতেই থাকেন বলে রোশন। জানা যাচ্ছে, মন্টি ওরফে রোশন শ্রাবন্তীর জামাইবাবুর পরিচিত। সেখান থেকেই তাঁর সঙ্গে শ্রাবন্তীর আলাপ। তাঁদের পরিচয় নাকি খুব বেশি দিনেরও নয়, মাত্র মাস চারেকের। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
 ♦ কিছুদিন আগে শ্রাবন্তী আরবানার ফ্ল্যাটে রোশনের সঙ্গে দোল খেলতেও দেখা গিয়েছিল রোশনকে। এর পাশাপাশি শ্রাবন্তীর ছেলে অভিমন্যুও মাঝে মধ্যেই রোশনের সঙ্গে ইনস্টগ্রামে ছবি পোস্ট করেন ৷ রোশনের সঙ্গে শ্রাবন্তীর ছেলের নাকি বেজায় ভাল সম্পর্ক ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ কিছুদিন আগে শ্রাবন্তী আরবানার ফ্ল্যাটে রোশনের সঙ্গে দোল খেলতেও দেখা গিয়েছিল রোশনকে। এর পাশাপাশি শ্রাবন্তীর ছেলে অভিমন্যুও মাঝে মধ্যেই রোশনের সঙ্গে ইনস্টগ্রামে ছবি পোস্ট করেন ৷ রোশনের সঙ্গে শ্রাবন্তীর ছেলের নাকি বেজায় ভাল সম্পর্ক ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
♦ শোনা যাচ্ছে চণ্ডীগড়ে রোশনের দেশের বাড়িতেই চার-হাত এক হতে চলেছে এই দম্পতির ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ শোনা যাচ্ছে চণ্ডীগড়ে রোশনের দেশের বাড়িতেই চার-হাত এক হতে চলেছে এই দম্পতির ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement