Ankita Lokhande| Bollywood|| সুশান্তকে ভুলেছেন! বিয়ের শপিং শুরু অঙ্কিতা লোখান্ডের, সবার আগে কি উপহার পেলেন?

Last Updated:
Ankita Lokhande receives bride-to-be gifts: অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে বা তাঁর প্রেমিক ভিকি জৈন এখনও পর্যন্ত কেউই নিজেদের বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কিন্তু বিয়ের প্রস্তুতি যে জোরকদমে চলছে, সোশ্যাল মিডিয়ায় এ বারে তারই ঝলক দেখালেন অভিনেত্রী।
1/7
*অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে বা তাঁর প্রেমিক ভিকি জৈন এখনও পর্যন্ত কেউই নিজেদের বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কিন্তু  বিয়ের প্রস্তুতি যে জোরকদমে চলছে, সোশ্যাল মিডিয়ায় এ বারে তারই ঝলক দেখালেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত। 
*অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে বা তাঁর প্রেমিক ভিকি জৈন এখনও পর্যন্ত কেউই নিজেদের বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কিন্তু  বিয়ের প্রস্তুতি যে জোরকদমে চলছে, সোশ্যাল মিডিয়ায় এ বারে তারই ঝলক দেখালেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত। 
2/7
*নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট্ট ইঙ্গিত দিয়েছেন অঙ্কিতা লোখান্ডে। নিজের বিয়েতে পাওয়া প্রথম উপহার শেয়ার করে নিয়েছেন। কাস্টমাইজড ‘Bride-to-be’ স্যান্ডেলের ছবিতেও লেখা আছে ‘Happy Bride’ও। ছবি: সংগৃহীত। 
*নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট্ট ইঙ্গিত দিয়েছেন অঙ্কিতা লোখান্ডে। নিজের বিয়েতে পাওয়া প্রথম উপহার শেয়ার করে নিয়েছেন। কাস্টমাইজড ‘Bride-to-be’ স্যান্ডেলের ছবিতেও লেখা আছে ‘Happy Bride’ও। ছবি: সংগৃহীত। 
3/7
*সূত্রের খবর, আগামী ১২ ডিসেম্বর বিয়ে করছেন অঙ্কিতা লোখান্ডে বা তাঁর প্রেমিক ভিকি জৈন। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর। রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসবেন দু'জনে। ছবি: সংগৃহীত। 
*সূত্রের খবর, আগামী ১২ ডিসেম্বর বিয়ে করছেন অঙ্কিতা লোখান্ডে বা তাঁর প্রেমিক ভিকি জৈন। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর। রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসবেন দু'জনে। ছবি: সংগৃহীত। 
4/7
*জানা গিয়েছে, অঙ্কিতা একেবারে ট্র্যাডিশনাল পোশাকে সাজবেন। ইতিমধ্যেই ডিজাইনারের থেকে পোশাক, গয়না তৈরি হয়ে চলে এসেছে। ভিকির পরনেও থাকবে ডিডাইনার পোশাক। ছবি: সংগৃহীত। 
*জানা গিয়েছে, অঙ্কিতা একেবারে ট্র্যাডিশনাল পোশাকে সাজবেন। ইতিমধ্যেই ডিজাইনারের থেকে পোশাক, গয়না তৈরি হয়ে চলে এসেছে। ভিকির পরনেও থাকবে ডিডাইনার পোশাক। ছবি: সংগৃহীত। 
5/7
*বিয়েতে উপস্থিত থাকবেন আত্মীয় এবং পরিবার। ১৪ ডিসেম্বর রিসেপশনে উপস্থিত থাকতে পারেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। ছবি: সংগৃহীত। 
*বিয়েতে উপস্থিত থাকবেন আত্মীয় এবং পরিবার। ১৪ ডিসেম্বর রিসেপশনে উপস্থিত থাকতে পারেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। ছবি: সংগৃহীত। 
6/7
*তিন বছরের বেশি সময় ধরে একে-অপরের সঙ্গে আছেন অঙ্কিতা এনং ভিকি। অঙ্কিতা আর ভিকি ‘ViAnk’ নামে ডাকেন অনুরাগীরা। সুশান্ত সিং রাজপুতের সাথে ব্রেকআপের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। শোনা যায়, তাঁর জীবনের সেই খালি জায়গা পূরণ করেছেন ভিকিই। ছবি: সংগৃহীত। 
*তিন বছরের বেশি সময় ধরে একে-অপরের সঙ্গে আছেন অঙ্কিতা এনং ভিকি। অঙ্কিতা আর ভিকি ‘ViAnk’ নামে ডাকেন অনুরাগীরা। সুশান্ত সিং রাজপুতের সাথে ব্রেকআপের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। শোনা যায়, তাঁর জীবনের সেই খালি জায়গা পূরণ করেছেন ভিকিই। ছবি: সংগৃহীত। 
7/7
*উল্লেখ্য, এই মাসেই বিয়ে করছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। শোনা যাচ্ছে, ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও। ছবি: সংগৃহীত।
*উল্লেখ্য, এই মাসেই বিয়ে করছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। শোনা যাচ্ছে, ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও। ছবি: সংগৃহীত।