Vijay Sethupathi Film Journey: মুদি দোকান থেকে শাহরুখের ছবির ভিলেন! চেনেন মানুষটিকে? জীবনের গল্প অবাক করে দেবে

Last Updated:
Vijay Sethupathi Film Journey: শুরুতে তিনি মুদির দোকানে কাজ করেছেন, সিমেন্ট কোম্পানিতে চাকরি করেছেন। সেখান থেকে তিনি আজ দক্ষিণের অন্যতম সেরা বিজয় সেতুপতি।
1/6
অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে শাহরুখের প্রতিপক্ষ হিসাবে দেখা যাবে বিজয় সেতুপতিকে। এমনিতেই হিন্দি সিরিজ় ও সিনেমার জগতে যথেষ্ট জনপ্রিয় এই দক্ষিণী তারকা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে শাহিদ কপূরের সঙ্গে ‘ফর্জি’-তে। এ বার একেবারে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে অভিনেতাকে।
অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে শাহরুখের প্রতিপক্ষ হিসাবে দেখা যাবে বিজয় সেতুপতিকে। এমনিতেই হিন্দি সিরিজ় ও সিনেমার জগতে যথেষ্ট জনপ্রিয় এই দক্ষিণী তারকা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে শাহিদ কপূরের সঙ্গে ‘ফর্জি’-তে। এ বার একেবারে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে অভিনেতাকে।
advertisement
2/6
তাঁর খ্যাতি আজ দক্ষিণ সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নেই, তিনি এখন শাহরুখ খানের সিনেমার ভিলেন। তাঁর ঝুলিতে আছে নাইনটি সিক্স , বিক্রম ভেদা, মাস্টার, সুপার ডিলাক্সের মতো নামকরা সিনেমা। কখনও নায়ক, কখনও ভিলেন দুই চরিত্রেই মাতিয়ে রাখছেন সিনেমাপ্রেমীদের।
তাঁর খ্যাতি আজ দক্ষিণ সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নেই, তিনি এখন শাহরুখ খানের সিনেমার ভিলেন। তাঁর ঝুলিতে আছে নাইনটি সিক্স , বিক্রম ভেদা, মাস্টার, সুপার ডিলাক্সের মতো নামকরা সিনেমা। কখনও নায়ক, কখনও ভিলেন দুই চরিত্রেই মাতিয়ে রাখছেন সিনেমাপ্রেমীদের।
advertisement
3/6
কিন্তু একসময় এই বিজয় সেতুপতিকেই ফিরিয়ে দিতেন পরিচালক প্রযোজকরা। তাঁর অভিনয় জীবনে আসার জার্নিটা মোটেও সুখকর ছিল না। তাঁর ক্যারিয়ারের শুরু হয় শর্ট ফিল্ম, টিভি সিরিয়াল, সিনেমাতে হিরোর সাপোর্টিং রোলের ভিড়ের মাঝে একজন হতেন।
কিন্তু একসময় এই বিজয় সেতুপতিকেই ফিরিয়ে দিতেন পরিচালক প্রযোজকরা। তাঁর অভিনয় জীবনে আসার জার্নিটা মোটেও সুখকর ছিল না। তাঁর ক্যারিয়ারের শুরু হয় শর্ট ফিল্ম, টিভি সিরিয়াল, সিনেমাতে হিরোর সাপোর্টিং রোলের ভিড়ের মাঝে একজন হতেন।
advertisement
4/6
তিনি রাতারাতি কোন তারকা বনে যাননি। ধাপে ধাপে এসেছেন বর্তমান পর্যায়ে। তিনি বলিউডের বা দক্ষিণী কোন স্টারকিড নন। তাই তার শুরুর জার্নিটা বেশ চ্যালেঞ্জিং ছিল। শুরুতে তিনি মুদির দোকানে কাজ করেছেন, সিমেন্ট কোম্পানিতে চাকরি করেছেন। সেখান থেকে তিনি আজ দক্ষিণের অন্যতম সেরা বিজয় সেতুপতি।
তিনি রাতারাতি কোন তারকা বনে যাননি। ধাপে ধাপে এসেছেন বর্তমান পর্যায়ে। তিনি বলিউডের বা দক্ষিণী কোন স্টারকিড নন। তাই তার শুরুর জার্নিটা বেশ চ্যালেঞ্জিং ছিল। শুরুতে তিনি মুদির দোকানে কাজ করেছেন, সিমেন্ট কোম্পানিতে চাকরি করেছেন। সেখান থেকে তিনি আজ দক্ষিণের অন্যতম সেরা বিজয় সেতুপতি।
advertisement
5/6
বিজয়ের আগামী সিনেমা শাহরুখ খানের জওয়ান। শাহরুখ খানের মুখোমুখি হতে দেখা যাবে দক্ষিণী এই স্টারকে। জওয়ান সিনেমায় শাহরুখের পাশাপাশি বিজয়কে নিয়েও উত্তেজিত অনেকেই।
বিজয়ের আগামী সিনেমা শাহরুখ খানের জওয়ান। শাহরুখ খানের মুখোমুখি হতে দেখা যাবে দক্ষিণী এই স্টারকে। জওয়ান সিনেমায় শাহরুখের পাশাপাশি বিজয়কে নিয়েও উত্তেজিত অনেকেই।
advertisement
6/6
সবাই উন্মুখ হয়ে অপেক্ষা করছেন বিজয়-শাহরুখের দ্বৈরথ দেখার জন্য। সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিজয় সেতুপতি নিজেকে এক অনন্য স্থানে নিয়ে গিয়েছেন। কিন্তু তাঁর জীবনের গল্প সিনেমার থেকেও কম নয়। ছাত্র জীবনের শুরুতে হাত খরচের জন্য মুদি দোকানে কাজ করতেন বিজয় সেতুপতি।
সবাই উন্মুখ হয়ে অপেক্ষা করছেন বিজয়-শাহরুখের দ্বৈরথ দেখার জন্য। সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিজয় সেতুপতি নিজেকে এক অনন্য স্থানে নিয়ে গিয়েছেন। কিন্তু তাঁর জীবনের গল্প সিনেমার থেকেও কম নয়। ছাত্র জীবনের শুরুতে হাত খরচের জন্য মুদি দোকানে কাজ করতেন বিজয় সেতুপতি।
advertisement
advertisement
advertisement