Bollywood Breakup: উঠতি বলিউড নায়িকার সঙ্গে প্রেম ভাঙল প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতির! মুখে বললেন না ঠিকই, ইনস্টাগ্রামে প্রায় কেঁদেই ফেললেন বীর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই মাসের শুরুতে, সোশ্যাল মিডিয়ায় তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার বিচ্ছেদের খবর প্রকাশিত হয়েছিল। মুম্বইতে তাঁর কনসার্টের সময় এপি ধিঁল্লো গায়ক তারাকে জড়িয়ে ধরে চুম্বন করার কয়েকদিন পরেই এই দম্পতির বিচ্ছেদ ঘটে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই মাসের শুরুতে, সোশ্যাল মিডিয়ায় তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার বিচ্ছেদের খবর প্রকাশিত হয়েছিল। মুম্বইতে তাঁর কনসার্টের সময় এপি ধিঁল্লো গায়ক তারাকে জড়িয়ে ধরে চুম্বন করার কয়েকদিন পরেই এই দম্পতির বিচ্ছেদ ঘটে। যদিও টক্সিক অভিনেত্রী এর আগে বীরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কিছু নেতিবাচকতার সমালোচনা করেছিলেন, তবুও এই বিচ্ছেদ সকলকে ভাবতে বাধ্য করেছিল যে এটি কি এপির কনসার্টে ঘটে যাওয়া ঘটনার কারণেই হয়েছে।
advertisement
advertisement





