চলছে প্রেমের মাস। শুরু হচ্ছে ভ্যালেন্টাইন উইক। এই ফেব্রুয়াকি মাসেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একাধিক লোভনীয় ছবি ও ওয়েব সিরিজ। দেখে নেওয়া যাক ২০২২ এর ফেব্রুয়ারিতে ওয়েব দুনিয়ায় কী কী ভালো ছবি ও সিরিজ মুক্তি পাচ্ছে।
2/ 7
১) রকেট বয়েজ- ডক্টর হোমি জে ভাবনা এবং ডক্টর বিক্রম সারাভাইয়ের জীবন নিয়ে তৈরি এই সিরিজ। বৈজ্ঞানিক উদ্ভাবনা তুলে ধরা এবং তার পিছনে বিভিন্ন স্ট্রাগল দেখানো হবে এই সিরিজে। অভিনয় করেছেন জিম সর্ভ ও ইশ্বক সিং। ৪ ফেব্রুয়ারি সোনি লিভে এই সিরিজ মুক্তি পেয়েছে।
3/ 7
২) দ্য় গ্রেট ইন্ডিয়ান মার্ডার- এটি একটি মার্ডার থ্রিলার। তিগমাংশু ধুলিয়া পরিচিত এই থ্রিলার সিরিজ ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। অভিনয় করেছেন রিচা চড্ডা, আশুতোষ রানা, পাওলি দাম ও প্রতীক গান্ধি। ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এই সিরিজ।
4/ 7
৩) বেস্টসেলার- মিঠুন চক্রবর্তীর প্রথম কাজ ওটিটিতে। সাইকোলজিকাল থ্রিলারে এছাড়া অভিনয় করেছেন শ্রুতি হাসানস গৌহর খান, সোনালি কুলকার্নি। ১৮ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পাবে এই ওয়েবসিরিজ।
5/ 7
৪) ফেমগেম- মাধুরী দিক্ষীত এই সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন। এছাড়া অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, মানব কৌল, অনামিকা আনন্দ। নেটফ্লিক্সে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে এটি।
6/ 7
৫) লুপ লাটেরা- এই ছবি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। অভিনেয় করছেন তাপসী পান্নু ও তাহির কাজ ভসিন। ৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ছবি।
7/ 7
৬) গেহেরাইয়া- এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ছবি এটি। অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী। ১১ ফেব্রুয়ারি এই ছবি আমাজন প্রাইমে মুক্তি পাবে।