Jete Nahi Dibo: আইনি লড়াই আর বিতর্কের অবসান; উত্তমকুমারের অভিনব জীবন আলেখ্য নিয়ে মুক্তি পেল ‘যেতে নাহি দিব’

Last Updated:
Jete Nahi Dibo Release: এই ডকু-ফিচারে মহানায়কের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা সুজন মুখোপাধ্যায়কে। তাঁর পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় টেলি-তারকা স্বস্তিকা দত্ত এবং সুদীপ সরকারকেও।
1/7
অবশেষে কাটল আইনি জট। দীর্ঘ অপেক্ষার অবসানের পর মুক্তি পেল ‘যেতে নাহি দিব’। ছবিটি তৈরি হয়েছে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে। এই ডকু-ফিচারে মহানায়কের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা সুজন মুখোপাধ্যায়কে। তাঁর পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় টেলি-তারকা স্বস্তিকা দত্ত এবং সুদীপ সরকারকেও।
অবশেষে কাটল আইনি জট। দীর্ঘ অপেক্ষার অবসানের পর মুক্তি পেল ‘যেতে নাহি দিব’। ছবিটি তৈরি হয়েছে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে। এই ডকু-ফিচারে মহানায়কের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা সুজন মুখোপাধ্যায়কে। তাঁর পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় টেলি-তারকা স্বস্তিকা দত্ত এবং সুদীপ সরকারকেও।
advertisement
2/7
ছবিটি পরিচালনা করেছেন প্রবীর রায়। চিত্রনাট্য লিখেছেন অশোক রায় ৷ এই ডকু-সিরিজের স্পেশ্যাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে শহরের নিউটাউনের নজরুল তীর্থে। বাঙালির মননে এবং আবেগের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন মহানায়ক উত্তমকুমার। এক সময় বাংলা ছবির দুনিয়ায় রাজত্ব করেছেন। বলা ভাল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একচ্ছত্র অধিপতি ছিলেন উত্তমকুমার। তাই মৃত্যুর ৪৩ বছর পরে আজও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে তাঁর উজ্জ্বল উপস্থিতি বর্তমান!
ছবিটি পরিচালনা করেছেন প্রবীর রায়। চিত্রনাট্য লিখেছেন অশোক রায় ৷ এই ডকু-সিরিজের স্পেশ্যাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে শহরের নিউটাউনের নজরুল তীর্থে। বাঙালির মননে এবং আবেগের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন মহানায়ক উত্তমকুমার। এক সময় বাংলা ছবির দুনিয়ায় রাজত্ব করেছেন। বলা ভাল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একচ্ছত্র অধিপতি ছিলেন উত্তমকুমার। তাই মৃত্যুর ৪৩ বছর পরে আজও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে তাঁর উজ্জ্বল উপস্থিতি বর্তমান!
advertisement
3/7
 এই ডকু-সিরিজে উঠে এসেছে কিংবদন্তি অভিনেতার জীবনের বিভিন্ন ঘটনার কোলাজ। আসলে উত্তমকুমারের জীবনের শেষ আট বছর তাঁকে অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন পরিচালক প্রবীর রায়। ফলে মহানায়কের জীবনের অজানা-অচেনা নানা দিক অনুরাগীদের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এই ডকু-সিরিজে উঠে এসেছে কিংবদন্তি অভিনেতার জীবনের বিভিন্ন ঘটনার কোলাজ। আসলে উত্তমকুমারের জীবনের শেষ আট বছর তাঁকে অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন পরিচালক প্রবীর রায়। ফলে মহানায়কের জীবনের অজানা-অচেনা নানা দিক অনুরাগীদের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
4/7
এই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। কিন্তু নানা জটে বিভিন্ন সময়ে আটকেছে ছবির অগ্রগতি। আসলে মাঝখানে আর্থিক প্রতিকূলতার জেরে শ্যুটিংয়ের গতি ধীর পায়ে এগিয়েছে। এর পর সব কিছু ঠিক হয়। ২০১৯ সালের ২২ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু আইনি জটে তা ভেস্তে গিয়েছিল।
এই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। কিন্তু নানা জটে বিভিন্ন সময়ে আটকেছে ছবির অগ্রগতি। আসলে মাঝখানে আর্থিক প্রতিকূলতার জেরে শ্যুটিংয়ের গতি ধীর পায়ে এগিয়েছে। এর পর সব কিছু ঠিক হয়। ২০১৯ সালের ২২ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু আইনি জটে তা ভেস্তে গিয়েছিল।
advertisement
5/7
প্রায় সাড়ে তিন বছর ধরে আইনি যুদ্ধ চলার পরে জয়ী হয়েছেন পরিচালক। আদালত খারিজ করেছে মামলাটি। ফলে ছবিটির বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হল।
প্রায় সাড়ে তিন বছর ধরে আইনি যুদ্ধ চলার পরে জয়ী হয়েছেন পরিচালক। আদালত খারিজ করেছে মামলাটি। ফলে ছবিটির বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হল।
advertisement
6/7
এই প্রসঙ্গে পরিচালক বলেন, “এই ডকু-ফিচার নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে অনেক লেখালিখি হয়েছে। পরিচালক হিসেবে আমি আমার বক্তব্য নির্দ্বিধায় জানিয়েছি সর্বত্র। খুবই সাধারণ একজন উত্তম-অনুরাগী হিসেবে মহানায়কের জীবন নিয়ে এই ছবি তৈরির কাজে আমি এগোই। এখানে কোনও রকম গাল-গল্প নয়, বরং বাংলা চলচ্চিত্র জগতের অবিসংবাদী মহানায়কের যাত্রাপথের সঙ্গী হতে চেয়েছি মাত্র।” সব শেষে এই ছবিটি দেখার জন্য দর্শকদের আছে আর্জি জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে পরিচালক বলেন, “এই ডকু-ফিচার নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে অনেক লেখালিখি হয়েছে। পরিচালক হিসেবে আমি আমার বক্তব্য নির্দ্বিধায় জানিয়েছি সর্বত্র। খুবই সাধারণ একজন উত্তম-অনুরাগী হিসেবে মহানায়কের জীবন নিয়ে এই ছবি তৈরির কাজে আমি এগোই। এখানে কোনও রকম গাল-গল্প নয়, বরং বাংলা চলচ্চিত্র জগতের অবিসংবাদী মহানায়কের যাত্রাপথের সঙ্গী হতে চেয়েছি মাত্র।” সব শেষে এই ছবিটি দেখার জন্য দর্শকদের আছে আর্জি জানিয়েছেন তিনি।
advertisement
7/7
 ছবিতে সুপ্রিয়া দেবীর ভূমিকায় অভিনয় করেছেন মল্লিকা সিংহ রায় ৷ আর কাণন দেবীর ভূমিকায় দেখা গিয়েছে শকুন্তলা বড়ুয়াকে ৷
ছবিতে সুপ্রিয়া দেবীর ভূমিকায় অভিনয় করেছেন মল্লিকা সিংহ রায় ৷ আর কাণন দেবীর ভূমিকায় দেখা গিয়েছে শকুন্তলা বড়ুয়াকে ৷
advertisement
advertisement
advertisement