Urvashi Rautela: ‘ডাবিদি ডিবিদি’ গানে বালকৃষ্ণের অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক ! অস্বস্তিতে উর্বশী, ক্ষোভ নেটিজেনদের

Last Updated:
Urvashi Rautela Uncomfortable: ‘ডাবিদি ডিবিদি’ গানে উত্তাল সোশ্যাল মিডিয়া। সঙ্গে চলছে তুমুল বিতর্কও। গানের ভাইরাল স্টেপ অনেকের কাছেই “অশ্লীল” ঠেকেছে। এর মধ্যেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নন্দমূরি বালকৃষ্ণ।
1/8
‘ডাবিদি ডিবিদি’ গানে উত্তাল সোশ্যাল মিডিয়া। সঙ্গে চলছে তুমুল বিতর্কও। গানের ভাইরাল স্টেপ অনেকের কাছেই “অশ্লীল” ঠেকেছে। এর মধ্যেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নন্দমূরি বালকৃষ্ণ।
‘ডাবিদি ডিবিদি’ গানে উত্তাল সোশ্যাল মিডিয়া। সঙ্গে চলছে তুমুল বিতর্কও। গানের ভাইরাল স্টেপ অনেকের কাছেই “অশ্লীল” ঠেকেছে। এর মধ্যেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নন্দমূরি বালকৃষ্ণ।
advertisement
2/8
‘ডাকু মহারাজ’ ছবিতে নন্দমূরির বিপরীতে অভিনয় করেছেন উর্বশী রাউতেলা। এই ছবি নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। প্রথমদিনেই ৫৬ কোটি টাকার ব্যবসা করেছে ‘ডাকু মহারাজ’। বক্স অফিসের এমন দূর্দান্ত কালেকশন উদযাপনে সাকসেস পার্টি দেন নির্মাতারা। সেখান থেকেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। Photo: Instagram
‘ডাকু মহারাজ’ ছবিতে নন্দমূরির বিপরীতে অভিনয় করেছেন উর্বশী রাউতেলা। এই ছবি নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। প্রথমদিনেই ৫৬ কোটি টাকার ব্যবসা করেছে ‘ডাকু মহারাজ’। বক্স অফিসের এমন দূর্দান্ত কালেকশন উদযাপনে সাকসেস পার্টি দেন নির্মাতারা। সেখান থেকেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। Photo: Instagram
advertisement
3/8
‘ডাবিদি ডিবিদি’ এই ছবিরই হিট গান। তবে কোরিওগ্রাফি এবং স্টেপ পছন্দ হয়নি অনেকেরই। ছবির সাকসেস পার্টিতে এই গানের হুক স্টেপ পারফর্ম করেন উর্বশী। তাঁর সঙ্গে পা মেলান নন্দমূরি বালকৃষ্ণও। সেই সময় অভিনেতা এমন সব অঙ্গভঙ্গী করেন, যা রীতিমতো দৃষ্টিকটু মনে হয় নেটিজেনদের। অস্বস্তিতে পড়ে যান উর্বশীও। Photo: Instagram
‘ডাবিদি ডিবিদি’ এই ছবিরই হিট গান। তবে কোরিওগ্রাফি এবং স্টেপ পছন্দ হয়নি অনেকেরই। ছবির সাকসেস পার্টিতে এই গানের হুক স্টেপ পারফর্ম করেন উর্বশী। তাঁর সঙ্গে পা মেলান নন্দমূরি বালকৃষ্ণও। সেই সময় অভিনেতা এমন সব অঙ্গভঙ্গী করেন, যা রীতিমতো দৃষ্টিকটু মনে হয় নেটিজেনদের। অস্বস্তিতে পড়ে যান উর্বশীও। Photo: Instagram
advertisement
4/8
পার্টির সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, হালকা গোলাপি রঙের শাড়ি পরেছেন উর্বশী। নন্দমূরির পরেছেন নীল ফুলহাতা শার্ট। উর্বশী প্রথমে ‘ডাবিদি ডিবিদি’ গানের হুক স্টেপ শুরু করেন। তাঁর সঙ্গে যোগ দেন নন্দমূরি। কিন্তু নাচের শেষ দিকে হাতের বিভিন্ন অঙ্গভঙ্গী করতে শুরু করেন অভিনেতা। লজ্জায় পড়ে যান উর্বশী। Photo: Instagram
পার্টির সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, হালকা গোলাপি রঙের শাড়ি পরেছেন উর্বশী। নন্দমূরির পরেছেন নীল ফুলহাতা শার্ট। উর্বশী প্রথমে ‘ডাবিদি ডিবিদি’ গানের হুক স্টেপ শুরু করেন। তাঁর সঙ্গে যোগ দেন নন্দমূরি। কিন্তু নাচের শেষ দিকে হাতের বিভিন্ন অঙ্গভঙ্গী করতে শুরু করেন অভিনেতা। লজ্জায় পড়ে যান উর্বশী। Photo: Instagram
advertisement
5/8
এই ভিডিওর কমেন্টে সেকশনে নন্দমূরির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা। এক ইউজার কোনও রাখঢাক না করেই লিখেছেন, “লম্পট বুড়ো কোথাকার, এটা কী ধরণের আচরণ!” আরেক ইউজার লিখেছেন, “এরকম করবেন না স্যর। উর্বশী আপনার মেয়ের মতো।”
এই ভিডিওর কমেন্টে সেকশনে নন্দমূরির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা। এক ইউজার কোনও রাখঢাক না করেই লিখেছেন, “লম্পট বুড়ো কোথাকার, এটা কী ধরণের আচরণ!” আরেক ইউজার লিখেছেন, “এরকম করবেন না স্যর। উর্বশী আপনার মেয়ের মতো।”
advertisement
6/8
উর্বশীর মুখের ভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি খুব একটা স্বস্তিতে নেই। এই বিষয়টা উল্লেখ করে একজন ইউজার লিখেছেন, “উর্বশীও খুব অস্বস্তিতে রয়েছেন। ওঁর মুখের অভিব্যক্তিতেই সেটা স্পষ্ট। আপনার মতো বর্ষীয়াণ অভিনেতার কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না।”
উর্বশীর মুখের ভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি খুব একটা স্বস্তিতে নেই। এই বিষয়টা উল্লেখ করে একজন ইউজার লিখেছেন, “উর্বশীও খুব অস্বস্তিতে রয়েছেন। ওঁর মুখের অভিব্যক্তিতেই সেটা স্পষ্ট। আপনার মতো বর্ষীয়াণ অভিনেতার কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না।”
advertisement
7/8
ইউজারদের অধিকাংশই বলছেন, নন্দমূরির এমন আচরণ “অস্বস্তিকর” এবং “অশোভন”। কেউ কেউ অভিনেতাকে উচিত শিক্ষা দেওয়ার কথাও বলেছেন। তাঁদের দাবি, সকলেরই এমন আচরণের প্রতিবাদ করা উচিত, নাহলে এঁদের মতো মানুষরা পেয়ে বসবে।
ইউজারদের অধিকাংশই বলছেন, নন্দমূরির এমন আচরণ “অস্বস্তিকর” এবং “অশোভন”। কেউ কেউ অভিনেতাকে উচিত শিক্ষা দেওয়ার কথাও বলেছেন। তাঁদের দাবি, সকলেরই এমন আচরণের প্রতিবাদ করা উচিত, নাহলে এঁদের মতো মানুষরা পেয়ে বসবে।
advertisement
8/8
এক রেডিট ইউজার ক্ষোভের সঙ্গে লিখেছেন, “এমন কাজ করার সাহস হয় কী করে! কেউ কিছু বলছে না কেন? সমাজের ভালর জন্য এমন আচরণকে প্রশয় দেওয়া উচিত নয়।” আরেক ইউজারের দাবি, “অভিনেতার নামে অভিযোগ দায়ের করা উচিত উর্বশীর। তবে যদি শিক্ষা হয়।”
এক রেডিট ইউজার ক্ষোভের সঙ্গে লিখেছেন, “এমন কাজ করার সাহস হয় কী করে! কেউ কিছু বলছে না কেন? সমাজের ভালর জন্য এমন আচরণকে প্রশয় দেওয়া উচিত নয়।” আরেক ইউজারের দাবি, “অভিনেতার নামে অভিযোগ দায়ের করা উচিত উর্বশীর। তবে যদি শিক্ষা হয়।”
advertisement
advertisement
advertisement