Urvashi Rautela: ‘ডাবিদি ডিবিদি’ গানে বালকৃষ্ণের অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক ! অস্বস্তিতে উর্বশী, ক্ষোভ নেটিজেনদের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Urvashi Rautela Uncomfortable: ‘ডাবিদি ডিবিদি’ গানে উত্তাল সোশ্যাল মিডিয়া। সঙ্গে চলছে তুমুল বিতর্কও। গানের ভাইরাল স্টেপ অনেকের কাছেই “অশ্লীল” ঠেকেছে। এর মধ্যেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নন্দমূরি বালকৃষ্ণ।
advertisement
advertisement
‘ডাবিদি ডিবিদি’ এই ছবিরই হিট গান। তবে কোরিওগ্রাফি এবং স্টেপ পছন্দ হয়নি অনেকেরই। ছবির সাকসেস পার্টিতে এই গানের হুক স্টেপ পারফর্ম করেন উর্বশী। তাঁর সঙ্গে পা মেলান নন্দমূরি বালকৃষ্ণও। সেই সময় অভিনেতা এমন সব অঙ্গভঙ্গী করেন, যা রীতিমতো দৃষ্টিকটু মনে হয় নেটিজেনদের। অস্বস্তিতে পড়ে যান উর্বশীও। Photo: Instagram
advertisement
পার্টির সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, হালকা গোলাপি রঙের শাড়ি পরেছেন উর্বশী। নন্দমূরির পরেছেন নীল ফুলহাতা শার্ট। উর্বশী প্রথমে ‘ডাবিদি ডিবিদি’ গানের হুক স্টেপ শুরু করেন। তাঁর সঙ্গে যোগ দেন নন্দমূরি। কিন্তু নাচের শেষ দিকে হাতের বিভিন্ন অঙ্গভঙ্গী করতে শুরু করেন অভিনেতা। লজ্জায় পড়ে যান উর্বশী। Photo: Instagram
advertisement
advertisement
advertisement
advertisement