*উরফি জাভেদ। বর্তমানে বলিউডে বিতর্কের অন্যতম নাম। পোশাক, চলাফেরা, শরীরী হিল্লোল...বারে বারে উরফিকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসছে। আর তা যে তিনি খুব ভালভাবেই উপভোগ করছে, তা বলার অপেক্ষা রাখে না। তাই বিতর্ক, ট্রোলিং পিছু ছাড়ছে না বোঝার পরেও চরম সাহসী পোশাকে ফের প্রকাশ্যে এলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।