Urfi Javed: ‘প্রডিউসার নিজে এসেই আমার জামা খুলে দেন...! ’ একটি লেসবিয়ান দৃশ্যে শ্যুট করার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন উরফি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Urfi Javed once forced to perform lesbian scene: এক সাক্ষাৎকারে উরফি জানান, একবার তাঁকে একটি ছবিতে লেসবিয়ান সিনে অভিনয় করার জন্য জোর করা হয় ৷ প্রযোজককে অনেক অনুরোধ জানিয়েও কোনও লাভ হয়নি ৷
advertisement
advertisement
advertisement
ETimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে উরফি জানান, একবার তাঁকে একটি ছবিতে লেসবিয়ান সিনে অভিনয় করার জন্য জোর করা হয় ৷ প্রযোজককে অনেক অনুরোধ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তিনি বলেন, ‘‘ একটা লেসবিয়ান সিনের শ্যুট করার জন্য আমাকে জোর করা হয় ৷ আমি বিছানায় বসে কাঁদছিলাম ৷ অনেক অনুরোধ জানানো সত্ত্বেও ওরা আমার কথা শোনেননি ৷ আমি জানিয়েছিলাম, এমন দৃশ্যে আমি শ্যুট করতে পারব না, মাফ করবেন ৷ কিন্তু ফিল্ম প্রযোজক আমাকে বলতে থাকেন, ছবিতে সই যখন করেছি, তখন এই শ্যুট করতেই হবে আমাকে ৷ নাহলে আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷’’ Photo: Instagram
advertisement