Viral: এ কী হল! টেবিলে টেবিলে ঘুরে ওয়েটারের কাজ করছেন উরফি জাভেদ, মাইনের টাকা দিয়ে কী করলেন?

Last Updated:
পরনে সাদা শার্ট, পেন্সিল স্কার্ট। টেবিলে টেবিলে খাবারের অর্ডার নিচ্ছেন উরফি। এ দৃশ্য় ভাবা যায় না।
1/5
কখনও উর্দ্ধাঙ্গে কিছু না রেখে সামান্য কাপড়ে বা কখনও ছবি দিয়ে বা কখনও দড়ি, বেল্ট নানান উদ্ভট জিনিসে শরীর ঢেকে বেরিয়ে পড়েন তিনি! চলে যান শপিং মলের সামনে!
কখনও উর্দ্ধাঙ্গে কিছু না রেখে সামান্য কাপড়ে বা কখনও ছবি দিয়ে বা কখনও দড়ি, বেল্ট নানান উদ্ভট জিনিসে শরীর ঢেকে বেরিয়ে পড়েন তিনি! চলে যান শপিং মলের সামনে!
advertisement
2/5
উর্ফি জাভেদ মানেই যে নিত্য নতুন জামা কাপড়ের চমক, সে কথা জেনে গিয়েছেন সকলে৷
উর্ফি জাভেদ মানেই যে নিত্য নতুন জামা কাপড়ের চমক, সে কথা জেনে গিয়েছেন সকলে৷
advertisement
3/5
উর্ফি জাভেদ মানে ফ্যাশন আইকন৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷
উর্ফি জাভেদ মানে ফ্যাশন আইকন৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷
advertisement
4/5
তাকে দেখলেই পাপারাৎজিরা ক্যামেরা নিয়ে ছুটে আসেন! উরফি রোজ রোজ নতুন পোশাক পরেন! তবে এবার তিনি আর আজব পোশাক পরেননি! বরং ফর্মাল পোশাকে রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতে দেখা গেল তাঁকে।
তাকে দেখলেই পাপারাৎজিরা ক্যামেরা নিয়ে ছুটে আসেন! উরফি রোজ রোজ নতুন পোশাক পরেন! তবে এবার তিনি আর আজব পোশাক পরেননি! বরং ফর্মাল পোশাকে রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতে দেখা গেল তাঁকে।
advertisement
5/5
পরনে সাদা শার্ট, পেন্সিল স্কার্ট। টেবিলে টেবিলে খাবারের অর্ডার নিচ্ছেন উরফি। এ দৃশ্য় ভাবা যায় না। তবে উরফি মনে করেন  কোনও কাজই ছোট না। এই কাজের অর্থ তিনি ক্যানসার আক্রান্তদের চিকিৎসাদের জন্য দান করবেন।
পরনে সাদা শার্ট, পেন্সিল স্কার্ট। টেবিলে টেবিলে খাবারের অর্ডার নিচ্ছেন উরফি। এ দৃশ্য় ভাবা যায় না। তবে উরফি মনে করেন কোনও কাজই ছোট না। এই কাজের অর্থ তিনি ক্যানসার আক্রান্তদের চিকিৎসাদের জন্য দান করবেন।
advertisement
advertisement
advertisement