Udita Goswami: পর্দায় বেলাগাম ঘনিষ্ঠ দৃশ্য! ইমরানের সঙ্গে মারকাটারি রসায়ন, এই নায়িকা আজ কোথায়

Last Updated:
Udita Goswami: ২০০৫ সালে 'আকসার' ছবির সুবাদে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অভিনেত্রী। ইমরান হাশমির সঙ্গে তাঁর রসায়ন নিয়েও নেহাত কম চর্চা হয়নি। পর্দায় খোলামেলা দৃশ্যে নজর কেড়েছিলেন তাঁরা।
1/6
সাল ২০০৩। 'পাপ' ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ তাঁর। অভিনয় গুণে খুব অল্প সময়েই দর্শক-মনে ছাপ ফেলেছিলেন উদিতা গোস্বামী। একের পর এক হিট ছবি দিয়ে সাড়া ফেলেছিলেন তিনি।
সাল ২০০৩। 'পাপ' ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ তাঁর। অভিনয় গুণে খুব অল্প সময়েই দর্শক-মনে ছাপ ফেলেছিলেন উদিতা গোস্বামী। একের পর এক হিট ছবি দিয়ে সাড়া ফেলেছিলেন তিনি।
advertisement
2/6
প্রথম ছবির পর আর পিছনে ফিরে তাকাননি উদিতা। ২০০৫ সালে 'আকসার' ছবির সুবাদে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অভিনেত্রী। ইমরান হাশমির সঙ্গে তাঁর রসায়ন নিয়েও নেহাত কম চর্চা হয়নি। পর্দায় খোলামেলা দৃশ্যে নজর কেড়েছিলেন তাঁরা।
প্রথম ছবির পর আর পিছনে ফিরে তাকাননি উদিতা। ২০০৫ সালে 'আকসার' ছবির সুবাদে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অভিনেত্রী। ইমরান হাশমির সঙ্গে তাঁর রসায়ন নিয়েও নেহাত কম চর্চা হয়নি। পর্দায় খোলামেলা দৃশ্যে নজর কেড়েছিলেন তাঁরা।
advertisement
3/6
১৯৮৪ সালের ৯ ফেব্রুয়ারি দেরাদুনে উদিতার জন্ম। মাত্র ১৬ বছর বয়সে প্রথম ব়্য়াম্পে হাঁটা। মডেলিংকে পেশা হিসাবে বেছে নিতেই দিল্লি চলে আসেন তিনি। মডেলিংয়েও মেলে কাঙ্ক্ষিত সাফল্য।
১৯৮৪ সালের ৯ ফেব্রুয়ারি দেরাদুনে উদিতার জন্ম। মাত্র ১৬ বছর বয়সে প্রথম ব়্য়াম্পে হাঁটা। মডেলিংকে পেশা হিসাবে বেছে নিতেই দিল্লি চলে আসেন তিনি। মডেলিংয়েও মেলে কাঙ্ক্ষিত সাফল্য।
advertisement
4/6
অভিনয় জগতে সাফল্য পেয়েও খুব কম সংখ্যক ছবি করেছেন উদিতা। ২০১২ সালে 'ডায়েরি অফ আ বাটারফ্লাই'-এ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে।
অভিনয় জগতে সাফল্য পেয়েও খুব কম সংখ্যক ছবি করেছেন উদিতা। ২০১২ সালে 'ডায়েরি অফ আ বাটারফ্লাই'-এ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
5/6
২০১৩ সালে পরিচালক মোহিত সুরিকে বিয়ে করেন উদিতা। সেই সূত্রেই তিনি ভাট পরিবার এবং ইমরান হাশমির আত্মীয়।
২০১৩ সালে পরিচালক মোহিত সুরিকে বিয়ে করেন উদিতা। সেই সূত্রেই তিনি ভাট পরিবার এবং ইমরান হাশমির আত্মীয়।
advertisement
6/6
২০১৫ সালে এক কন্যাসন্তানের মা হন উদিতা। তিন বছর পর অর্থাৎ ২০১৮ সালে পুত্রসন্তানের- জন্ম দেন অভিনেত্রী। নেটমাধ্যমে বেশ সক্রিয় উদিতা। জীবনের নানা বিশেষ মুহূর্তের ছবি নেটমাধ্যমে ভাগ করে নেন তিনি।
২০১৫ সালে এক কন্যাসন্তানের মা হন উদিতা। তিন বছর পর অর্থাৎ ২০১৮ সালে পুত্রসন্তানের- জন্ম দেন অভিনেত্রী। নেটমাধ্যমে বেশ সক্রিয় উদিতা। জীবনের নানা বিশেষ মুহূর্তের ছবি নেটমাধ্যমে ভাগ করে নেন তিনি।
advertisement
advertisement
advertisement