TV Serial Actor: করতেন ঝাড়পোঁচ, ধুতেন কাপড়, ‘শ্রীকৃষ্ণ’ বদলাল ভাগ্য, পর্দার বাসুদেব আজ কী করছেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
TV Serial Actor: বাসুদেবের রোলে অভিনয় করে দর্শকদের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন৷
: 'রামায়ণ' এবং 'মহাভারত'-এর পর রামানন্দ সাগরের দুই মেগাহিট টিভি শো৷ এরপর 'শ্রী কৃষ্ণ'ও দর্শকদের ভাল লেগেছিল। এই শোতে বাসুদেবের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা সুনীল পান্ডে। কিন্তু এই অভিনেতাকে প্রথমে এই রোলের জন্য অডিশনে ডাকাই হয়নি৷ তিনি অডিশনের সময় রাবণের স্ক্রিপ্টে কাজ করেছিলেন৷ কিন্তু বাসুদেবের রোলে অভিনয় করে দর্শকদের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন৷
advertisement
সুনীল বিহারের চম্পারন জেলার বাসিন্দা। বলিউড এবং টিভি ইন্ডাস্ট্রিতে কাউকে চিনতেন না তিনি৷ তবে অভিনয়ের প্রতি তাঁর আবেগ তাঁকে দারুণ অভিনেতার পথে চালিয়ে নিয়ে গেছে। আজ তিনি টিভি ইন্ডাস্ট্রির থেকে টলিউড, বলিউডেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। এই পর্যায়ে পৌঁছতে সুনীলকে অনেক লড়াই করতে হয়েছে। তাঁর স্বপ্ন পূরণের জন্য সুনীল প্রচুর পথ হেঁটেছেন৷ (Photo Courtesy: @pandeysunilofficial/instagram)
advertisement
সুনীল পান্ডের আবেগ তাঁর বাবা বুঝতে পেরেছিলেন। তাঁর বাবা তাঁর ছেলের স্বপ্নপূরণে সাহায্য করেছিলেন। এক সাক্ষাৎকারে সুনীল বলেছিলেন যে একদিন তাঁর বাবাও তাঁকে মুম্বই যেতে পরামর্শ দিয়েছিলেন। যখন তাঁর বাবা এই কথা বলেন, সুনীল মুম্বই চলে যান, যেখানে তাঁকে দীর্ঘ সংগ্রামের মুখোমুখি হতে হয়েছিল। (Photo : @pandeysunilofficial/instagram)
advertisement
ইন্টারভিউতে সুনীল বলেছিলেন যখন তিনি মুম্বই পৌঁছেছিলেন, প্রথমে তিনি ঝাড়ু দেওয়ার কাজ পেয়েছিলেন। অনেক সময় তাকে অভিনেতাদের পোশাক ইস্ত্রি করতেও বলা হয়েছিল। এটা শুরুর সময় ছিল তাই যা কাজই পেতেন তাতে প্রতিটি কাজই তিনি উপভোগ করেছিলেন। অনেক পরিশ্রমের পর, তিনি ধীরে ধীরে পৃথ্বীরাজ থিয়েটারের নাটকে ছোট ছোট ভূমিকা পান, তারপর তিনি গোবিন্দ পুরীর সঙ্গে দেখা করেন। গোবিন্দ পুরীই সুনীলকে রাজশ্রী প্রোডাকশনের 'নদিয়া কে পার' ছবিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন। এই ছবিতে তাকে অভিনেতা সচিন পিলগাঁওকরের বন্ধু দশরথের ভূমিকায় দেখা গেছে।
advertisement
'শ্রী কৃষ্ণ'-সিরিয়ালের অডিশনের জন্য, তাঁকে আবার মহাত্মা-গান্ধী, জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধির স্টাইলে রাবণের সংলাপ বলতে দেওয়া হয়েছিল। অডিশনে পাস করার পর সুনীল 'বাসুদেব' চরিত্রে অভিনয়ের সুযোগ পান। রামানন্দ সাগরের 'কৃষ্ণ' ছাড়াও 'আলিফ লায়লা' ছবিতেও কাজ করেছেন তিনি। আজ সুনীল তাঁর পরিবারের সঙ্গে মুম্বইতে থাকেন। অভিনেতা ছাড়াও, তিনি একজন ভয়েস ওভার আর্টিস্ট এবং ডাবিং শিল্পী৷ পাশাপাশি পরিচালনার কাজও করেছেন তিবি। তিনি হলিউড এবং দক্ষিণের অনেক চলচ্চিত্রের জন্য ডাবিংয়ের কাজ করেছেন৷