মাত্র ৩২-এই পথচলা শেষ। বিনোদন দুনিয়াকে বিধ্বস্ত করে চলে গেলেন অভিনেতা আদিত্য সিং রাজপুত। মায়ের কোল শূন্য করে চিরঘুমে ‘স্প্লিটসভিলা’ খ্যাত নায়ক।
2/ 7
গত সোমবার সকালে মৃত্যু বাথরুমে নিথর দেহ মেলে আদিত্যর। এক বন্ধু ও দাড়োয়ান এসে আদিত্যকে কাছের এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
3/ 7
এখনও তাঁর মৃত্যু ঘিরে রহস্যের সমাধান হয়নি। প্রথমে মনে করা হয়েছিল, মাদকের অতিরিক্ত সেবনে অর্থাৎ ড্রাগ ওভারডোজে মৃত্যু হয়েছে আদিত্যর। পরে এক বন্ধু বলেন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন নায়ক।
4/ 7
পুলিশ জানিয়েছে, মাথায় ও কানের চারপাশে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে৷ আদিত্যর এক বন্ধু পুলিশকে জানিয়েছে, গত কয়েকদিন ধরেই শরীর ঠিক না অভিনেতার, অ্যাসিডিটিরও সমস্যা হয়েছিল৷
5/ 7
শুধু তাই নয়, পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আদিত্যর পরিচারিকা জানিয়েছেন, সর্দি-কাশির সমস্যায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি৷ এরই মধ্যে অভিনেত্রী সুইটি ওয়ালিয়ার স্মৃতিচারণে সকলের চোখে জল।
6/ 7
মৃত্যুর কিছু দিন আগে সুইটিকে আদিত্য শেষ মেসেজ করেছিলেন। তাতে ভরে ছিল আদর, যত্নের ছোঁয়া। নায়িকার শরীর খারাপ ছিল। আঘাত পেয়েছিলেন। তাই আদিত্য তাঁর মন ভাল করার চেষ্টা করছিলেন।
7/ 7
আদিত্য ভয়েস মেসেজে বলেন, ‘‘তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরো। তোমাকে ম্যাগি বানিয়ে খাওয়াব।’’ সুইটি জানালেন, আদিত্য খুবই আনন্দে থাকতেন। বড়দের সম্মান দিতে জানতেন।
Aditya Singh Rajput Death: ম্যাগি খাওয়াব, অভিনেত্রী সুইটিকে করা শেষ মেসেজে আদর আদিত্যর! শুনলে চোখে জল আসবে
গত সোমবার সকালে মৃত্যু বাথরুমে নিথর দেহ মেলে আদিত্যর। এক বন্ধু ও দাড়োয়ান এসে আদিত্যকে কাছের এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Aditya Singh Rajput Death: ম্যাগি খাওয়াব, অভিনেত্রী সুইটিকে করা শেষ মেসেজে আদর আদিত্যর! শুনলে চোখে জল আসবে
এখনও তাঁর মৃত্যু ঘিরে রহস্যের সমাধান হয়নি। প্রথমে মনে করা হয়েছিল, মাদকের অতিরিক্ত সেবনে অর্থাৎ ড্রাগ ওভারডোজে মৃত্যু হয়েছে আদিত্যর। পরে এক বন্ধু বলেন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন নায়ক।
Aditya Singh Rajput Death: ম্যাগি খাওয়াব, অভিনেত্রী সুইটিকে করা শেষ মেসেজে আদর আদিত্যর! শুনলে চোখে জল আসবে
পুলিশ জানিয়েছে, মাথায় ও কানের চারপাশে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে৷ আদিত্যর এক বন্ধু পুলিশকে জানিয়েছে, গত কয়েকদিন ধরেই শরীর ঠিক না অভিনেতার, অ্যাসিডিটিরও সমস্যা হয়েছিল৷
Aditya Singh Rajput Death: ম্যাগি খাওয়াব, অভিনেত্রী সুইটিকে করা শেষ মেসেজে আদর আদিত্যর! শুনলে চোখে জল আসবে
শুধু তাই নয়, পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আদিত্যর পরিচারিকা জানিয়েছেন, সর্দি-কাশির সমস্যায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি৷ এরই মধ্যে অভিনেত্রী সুইটি ওয়ালিয়ার স্মৃতিচারণে সকলের চোখে জল।
Aditya Singh Rajput Death: ম্যাগি খাওয়াব, অভিনেত্রী সুইটিকে করা শেষ মেসেজে আদর আদিত্যর! শুনলে চোখে জল আসবে
মৃত্যুর কিছু দিন আগে সুইটিকে আদিত্য শেষ মেসেজ করেছিলেন। তাতে ভরে ছিল আদর, যত্নের ছোঁয়া। নায়িকার শরীর খারাপ ছিল। আঘাত পেয়েছিলেন। তাই আদিত্য তাঁর মন ভাল করার চেষ্টা করছিলেন।