Trina Saha Neel Bhattacharya Jamaisashthi: ষষ্ঠীতে উধাও তৃণা! এদিকে পোলাও মাটন চিংড়িতে নীলের জামাই আদর, রইল মেন্যু, ব্যাপার কী

Last Updated:
Trina Saha Neel Bhattacharya Jamaisashthi: তিন বছরে পা দিল তাঁদের জামাইষষ্ঠী। কিন্তু তিন বারের বারই স্ত্রী উধাও? সিঙ্গাপুর চলে যাচ্ছেন ষষ্ঠীর দিনেই। তাও আবার নীল-হীন সফর। তবে কি জামাইষষ্ঠী এবার বাদ পড়ে গেল?
1/7
তিন বছরে পা দিল তাঁদের জামাইষষ্ঠী। কিন্তু তিন বারের বারই স্ত্রী উধাও? সিঙ্গাপুর চলে যাচ্ছেন ষষ্ঠীর দিনেই। তাও আবার নীল-হীন সফর। তবে কি জামাইষষ্ঠী এবার বাদ পড়ে গেল?
তিন বছরে পা দিল তাঁদের জামাইষষ্ঠী। কিন্তু তিন বারের বারই স্ত্রী উধাও? সিঙ্গাপুর চলে যাচ্ছেন ষষ্ঠীর দিনেই। তাও আবার নীল-হীন সফর। তবে কি জামাইষষ্ঠী এবার বাদ পড়ে গেল?
advertisement
2/7
তাও কি হয়? টলিপাড়ার অন্যতম পাওয়ার কাপল বলে কথা। তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। জমিয়ে হল জামাইষষ্ঠী, থুড়ি প্রি-জামাইষষ্ঠী। একদিন আগেই মহা আয়োজন তৃণার বাড়িতে।
তাও কি হয়? টলিপাড়ার অন্যতম পাওয়ার কাপল বলে কথা। তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। জমিয়ে হল জামাইষষ্ঠী, থুড়ি প্রি-জামাইষষ্ঠী। একদিন আগেই মহা আয়োজন তৃণার বাড়িতে।
advertisement
3/7
কারণ আজ, বৃহস্পতিবার বন্ধুর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন তৃণা। তাই বুধবার রাতে এলাহী ব্যবস্থা করলেন তৃণার মা। জামাই আদরে ত্রুটি ছিল না কোনও।
কারণ আজ, বৃহস্পতিবার বন্ধুর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন তৃণা। তাই বুধবার রাতে এলাহী ব্যবস্থা করলেন তৃণার মা। জামাই আদরে ত্রুটি ছিল না কোনও।
advertisement
4/7
বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, বেগুনি, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, আমের চাটনি, ম্যাংগো ডেজার্ট, মিষ্টি দই, চিজ কেক সহযোগে পেটপুজো করলেন নীল। রাতে শ্যুট সেরে শ্বশুরবাড়িতে পা রাখলেন নায়ক।
বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, বেগুনি, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, আমের চাটনি, ম্যাংগো ডেজার্ট, মিষ্টি দই, চিজ কেক সহযোগে পেটপুজো করলেন নীল। রাতে শ্যুট সেরে শ্বশুরবাড়িতে পা রাখলেন নায়ক।
advertisement
5/7
তৃণা নিউজ18 বাংলাকে জানালেন, তাঁর বিদেশ সফরের জন্য একদিন আগে সমস্ত বন্দোবস্ত। নায়িকার কথায়, ‘‘বাপের বাড়িতে মা এবং বড়মাসি সব রান্না করেছেন। রান্নাঘরে আমাকে ঢুকতেই দিচ্ছে না কেউ।’’
তৃণা নিউজ18 বাংলাকে জানালেন, তাঁর বিদেশ সফরের জন্য একদিন আগে সমস্ত বন্দোবস্ত। নায়িকার কথায়, ‘‘বাপের বাড়িতে মা এবং বড়মাসি সব রান্না করেছেন। রান্নাঘরে আমাকে ঢুকতেই দিচ্ছে না কেউ।’’
advertisement
6/7
ষষ্ঠীর সমস্ত নিয়মকানুন পালন করে নিজের হাতে জামাইকে আদর যত্ন করে খাইয়ে দিলেন তৃণার মা। শ্যুট সেরে এসে নতুন পাঞ্জাবী পরে ফোটোশ্যুট করলেন নীল। ছবিগুলিতে এক ঘর আনন্দের ফোয়ারার ঝলক।
ষষ্ঠীর সমস্ত নিয়মকানুন পালন করে নিজের হাতে জামাইকে আদর যত্ন করে খাইয়ে দিলেন তৃণার মা। শ্যুট সেরে এসে নতুন পাঞ্জাবী পরে ফোটোশ্যুট করলেন নীল। ছবিগুলিতে এক ঘর আনন্দের ফোয়ারার ঝলক।
advertisement
7/7
তৃনীল ছাড়াও নায়িকার তুতো বোনেরা এবং জামাইবাবুদের নিমন্ত্রণ ছিল। সকলে মিলে প্রি-জামাইষষ্ঠীতে দুর্দান্ত আনন্দ করলেন তাঁরা। বৃহস্পতিবার রাতে তাঁর বিমান। উড়ে যাবেন সিঙ্গাপুর। ভক্তরা সেই সফরের ছবি ও ভিডিওর জন্য মুখিয়ে।
তৃনীল ছাড়াও নায়িকার তুতো বোনেরা এবং জামাইবাবুদের নিমন্ত্রণ ছিল। সকলে মিলে প্রি-জামাইষষ্ঠীতে দুর্দান্ত আনন্দ করলেন তাঁরা। বৃহস্পতিবার রাতে তাঁর বিমান। উড়ে যাবেন সিঙ্গাপুর। ভক্তরা সেই সফরের ছবি ও ভিডিওর জন্য মুখিয়ে।
advertisement
advertisement
advertisement