বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরীর একের পরে এক ছবি সোশ্যালের উষ্ণতা বাড়াচ্ছে। এবার হলুদ বিকিনিতে স্যুইমিং পুলে ধরা দিলেন তিনি। নীল জলে শান্তির ডুব। ত্রিধার এই ছবি যেন চোখের আরাম। কমলা রঙের মোনোকিনিতে স্পষ্ট ত্রিধার শরীরী বিভঙ্গ। গলায় মানানসই নেকপিস। প্রিন্টেড বিকিনিতে বঙ্গতনয়া। নিঃসন্দেহে হট লুক ত্রিধার। জংলা প্রিন্টেড মোনোকিনিতে শরীরী উষ্ণতা ত্রিধা চৌধুরীর। বঙ্গ তনয়া এখন মুম্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী। শরীরে মেদের চিহ্ন মাত্র নেই। ফ্লোরাল বিকিনি টপের সঙ্গে গলায় হার। পরিপূর্ণ সৌন্দর্য। হলুদ বিকিনিতে নিখুঁত সৌন্দর্য স্পষ্ট ত্রিধার। বালুকাবেলায় ত্বন্বীর লাস্য ফুটে উঠেছে। করসেটের প্যাটার্নে নীল স্যুইমস্যুটে স্টাইলিশ লুক। সঙ্গে মাথায় পেঁচানো তোয়ালে, চোখে রোদচশমা। ফ্যাশন ডিভা ত্রিধা। পরনে নামমাত্র পোশাক। কাট আউট বিকিনিতে ত্রিধার টোনড চেহারা স্পষ্ট মাল্টিকালার্ড মোনোকিনিতে শরীরী হিল্লোল ত্রিধার।