Nisha Noor Lifestory: মাত্র ৪৪-এ অকালমৃত্যু, আক্রান্ত AIDS-এ, অবাধ যৌনতায় নির্মম পরিণতি কমল হাসানের 'সাহসী' নায়িকার!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Nisha Noor Lifestory: দেহব্যবসাতে জড়িয়ে এইডস রোগে আক্রান্ত হন নিশা ৷ তারপর থেকেই রোগের সঙ্গে চলতে থাকে দীর্ঘ লড়াই৷ ২০০৭ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন কমল হাসানের ছবির নায়িকা৷
advertisement
advertisement
advertisement
advertisement
একদিকে শরীরে মারণ রোগ, অন্যদিকে অর্থকষ্ট চরমে পৌঁছায়৷ একটা সময় ধীরে ধীরে স্মৃতিও হারিয়ে ফেলেন৷ জানা যায়, তিনি যে মারণ রোগে আক্রান্ত হয়েছিল তা নাকি নিজেও জানতেন না৷ দীর্ঘদিন ধরে কঠিন রোগের সঙ্গে লড়াই করে কঙ্কালসার হয়ে গেছিলেন নায়িকা৷ ২০০৭ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন কমল হাসানের ছবির নায়িকা৷






