Tollywood Gossip: গালে আবির, সোহাগে-আদরে রং মাখামাখি! ফাটিয়ে প্রেম করছেন রাজদীপ-জ্যাসমিন? টলিউডে নতুন প্রেমের গুঞ্জন

Last Updated:
Tollywood Gossip: একে অপরের গালে আবির ছুঁইয়ে বসন্তে মেতে উঠেছেন তাঁরা। সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালে অভিনয় করছেন যুগল। এই ছবি দেখে অনুরাগীরা যা বোঝার বুঝে নিয়েছে।
1/6
 টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন জ্যাসমিন রায় এবং গৌরব মণ্ডল। তবে কিছুদিনেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তারপর গৌরব নতুন সম্পর্কে পা রাখেন।
টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন জ্যাসমিন রায় এবং গৌরব মণ্ডল। তবে কিছুদিনেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তারপর গৌরব নতুন সম্পর্কে পা রাখেন।
advertisement
2/6
গত বছর শুরুর দিকেই হঠাৎই শোনা যায়, তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। তবে সময়ের সঙ্গে ভাঙনের যন্ত্রণা ভুলে একে অপরের জীবনে এগিয়ে গিয়েছেন।
গত বছর শুরুর দিকেই হঠাৎই শোনা যায়, তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। তবে সময়ের সঙ্গে ভাঙনের যন্ত্রণা ভুলে একে অপরের জীবনে এগিয়ে গিয়েছেন।
advertisement
3/6
গত অগাস্ট মাসে কৃষ্ণনাম উচ্চারণ করে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন ডায়না-গৌরব। বাগদান সারেন দিল্লিতে।
গত অগাস্ট মাসে কৃষ্ণনাম উচ্চারণ করে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন ডায়না-গৌরব। বাগদান সারেন দিল্লিতে।
advertisement
4/6
এবার জ্যাসমিন রায় এবং রাজদীপ গুপ্তর প্রেমের গুঞ্জনে মুখর টলিপাড়া।
এবার জ্যাসমিন রায় এবং রাজদীপ গুপ্তর প্রেমের গুঞ্জনে মুখর টলিপাড়া।
advertisement
5/6
এর আগে সংবাদমাধ্যমকে নায়িকা জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে স্পষ্ট কোনও উত্তর এখনই দিতে চান না। জ্যাসমিন জানান, রাজদীপ তাঁর বহু দিনের বন্ধু। আর এখন তাঁরা সহ-অভিনেতা।
এর আগে সংবাদমাধ্যমকে নায়িকা জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে স্পষ্ট কোনও উত্তর এখনই দিতে চান না। জ্যাসমিন জানান, রাজদীপ তাঁর বহু দিনের বন্ধু। আর এখন তাঁরা সহ-অভিনেতা।
advertisement
6/6
একে অপরের গালে আবির ছুঁইয়ে বসন্তে মেতে উঠেছেন তাঁরা।  সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালে অভিনয় করছেন যুগল। এই ছবি দেখে অনুরাগীরা যা বোঝার বুঝে নিয়েছে।
একে অপরের গালে আবির ছুঁইয়ে বসন্তে মেতে উঠেছেন তাঁরা। সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালে অভিনয় করছেন যুগল। এই ছবি দেখে অনুরাগীরা যা বোঝার বুঝে নিয়েছে।
advertisement
advertisement
advertisement