Yuvaan| Birthday Boy|| প্রথম জন্মদিনে ইউভানের পুষ্পাভিষেক, বাড়িতে ইসকনের প্রভুরা করবেন বিশেষ আরতি, নজরকাড়া আয়োজন রাজ-শুভশ্রীর

Last Updated:
Raj Chakraborty| Subhashree Ganguly| Yuvaan's Birthday Photos: দেখতে দেখতে বড় হয়ে গেল সাংসদ তথা পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তান ইউভান (Yuvaan Chakraborty)৷ আজ তার ১ বছরের (Yuvaan Chakraborty turns 1 year) জন্মদিন৷
1/8
*দেখতে দেখতে বড় হয়ে গেল সাংসদ তথা পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তান ইউভান (Yuvaan Chakraborty)৷ আজ তার ১ বছরের (Yuvaan Chakraborty turns 1 year) জন্মদিন৷ ছবি: ইনস্টাগ্রাম। 
*দেখতে দেখতে বড় হয়ে গেল সাংসদ তথা পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তান ইউভান (Yuvaan Chakraborty)৷ আজ তার ১ বছরের (Yuvaan Chakraborty turns 1 year) জন্মদিন৷ ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/8
*আক্ষরিক অর্থেই স্টার কিড ইউভানের জন্মদিন বলে কথা, আর সএশ্যাল কিছু হবে না, তা হয় নাকি! জানা গিয়েছে, সেই অর্থে খুব ধুমধাম করে আজ জন্মদিন পালন হচ্ছে না। তবে, তা পালন হচ্ছে একেবারে অন্যভাবে।  পরিবারের সদস্যদের পাশাপাশি খুব কাছে মানুষদের নিয়েই আজকের দিনটা কাটাচ্ছেন চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবার। ছবি: ইনস্টাগ্রাম। 
*আক্ষরিক অর্থেই স্টার কিড ইউভানের জন্মদিন বলে কথা, আর সএশ্যাল কিছু হবে না, তা হয় নাকি! জানা গিয়েছে, সেই অর্থে খুব ধুমধাম করে আজ জন্মদিন পালন হচ্ছে না। তবে, তা পালন হচ্ছে একেবারে অন্যভাবে।  পরিবারের সদস্যদের পাশাপাশি খুব কাছে মানুষদের নিয়েই আজকের দিনটা কাটাচ্ছেন চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবার। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/8
*আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মল্লিকঘাট থেকে এসেছে প্রচুর ফুল। সেই ফুলে ফুলে সাজানো হয়েছে গোটা বাড়ি। সেই প্রস্তুতি সেরেছেন বাইরের কেউ নন, বরং ইউভানের মা, দিদি, দাদা, মাসি, পিসি এবং পরিবারের অন্যান্যরা। ছবি: ইনস্টাগ্রাম। 
*আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মল্লিকঘাট থেকে এসেছে প্রচুর ফুল। সেই ফুলে ফুলে সাজানো হয়েছে গোটা বাড়ি। সেই প্রস্তুতি সেরেছেন বাইরের কেউ নন, বরং ইউভানের মা, দিদি, দাদা, মাসি, পিসি এবং পরিবারের অন্যান্যরা। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
4/8
*জানা গিয়েছে, আজ  হবে পুস্পাভিষেক। বাড়ির রাধা-কৃষ্ণের মূর্তি সাজিয়ে তোলা হয়েছে। রাজ-শুভশ্রী আমন্ত্রন জানিয়েছেন ইসকনের কয়েকজন প্রভুকে। তাঁরা কীর্তন গাইবেন। একই সঙ্গে এ দিন হবে ছোট্ট ইউভানের পুস্পাভিষেক। এই সব দায়িত্ব পালন করেছেন ইউভানের মাসির ছেলে অনীশ। তিনি ইসকনের সঙ্গে যুক্ত  থাকায় সব সামলেছেন নিজের মতো করে। ছবি: ইনস্টাগ্রাম। 
*জানা গিয়েছে, আজ  হবে পুস্পাভিষেক। বাড়ির রাধা-কৃষ্ণের মূর্তি সাজিয়ে তোলা হয়েছে। রাজ-শুভশ্রী আমন্ত্রন জানিয়েছেন ইসকনের কয়েকজন প্রভুকে। তাঁরা কীর্তন গাইবেন। একই সঙ্গে এ দিন হবে ছোট্ট ইউভানের পুস্পাভিষেক। এই সব দায়িত্ব পালন করেছেন ইউভানের মাসির ছেলে অনীশ। তিনি ইসকনের সঙ্গে যুক্ত  থাকায় সব সামলেছেন নিজের মতো করে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
5/8
*সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সেই সব ছবি পরিবারের সদস্যরা শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ইউভানকে যারা ভালবাসেন তারা অপেক্ষায় রয়েছেন তাকে দেখার জন্য। ছবি: ইনস্টাগ্রাম। 
*সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সেই সব ছবি পরিবারের সদস্যরা শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ইউভানকে যারা ভালবাসেন তারা অপেক্ষায় রয়েছেন তাকে দেখার জন্য। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/8
*প্রসঙ্গত, গত বছর ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) কোল আলো করে আসে তাদের আদরের ছেলে ইউভান৷ ইউভান এখন বাবা-মায়ের মতোই সেলিব্রিটি। তার ছবি হোক বা ভিডিও, সবই ভাইরাল৷ ছবি: ইনস্টাগ্রাম। 
*প্রসঙ্গত, গত বছর ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) কোল আলো করে আসে তাদের আদরের ছেলে ইউভান৷ ইউভান এখন বাবা-মায়ের মতোই সেলিব্রিটি। তার ছবি হোক বা ভিডিও, সবই ভাইরাল৷ ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
7/8
*কখনও বাবার সঙ্গে তার খেলার ভিডিও বা কখনও আদরের মামা জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার গান শোনার ভিডিও-তে মন ভরেছে নেটিজেনদের৷ এ দিনও জিৎ গঙ্গোপাধ্যায় জন্মদিনে ভালবাসা উজাড় করে দিয়েছেন ইউভানের জন্য। ছবি: ইনস্টাগ্রাম। 
*কখনও বাবার সঙ্গে তার খেলার ভিডিও বা কখনও আদরের মামা জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার গান শোনার ভিডিও-তে মন ভরেছে নেটিজেনদের৷ এ দিনও জিৎ গঙ্গোপাধ্যায় জন্মদিনে ভালবাসা উজাড় করে দিয়েছেন ইউভানের জন্য। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
8/8
*প্রসঙ্গত, জন্মদিনের দু’দিন আগেই ছেলেকে নিয়ে রাজ-শুভশ্রী গিয়েছিলেন পুরীতে, জগন্নাথ দর্শনে৷ সেখান থেকে ফিরে আসার পরেই শুরু হয়ে গিয়েছিল আজকের দিনের প্রস্তুতি। ছবি: ইনস্টাগ্রাম।
*প্রসঙ্গত, জন্মদিনের দু’দিন আগেই ছেলেকে নিয়ে রাজ-শুভশ্রী গিয়েছিলেন পুরীতে, জগন্নাথ দর্শনে৷ সেখান থেকে ফিরে আসার পরেই শুরু হয়ে গিয়েছিল আজকের দিনের প্রস্তুতি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement