*আক্ষরিক অর্থেই স্টার কিড ইউভানের জন্মদিন বলে কথা, আর সোশ্যাল কিছু হবে না, তা হয় নাকি! জানা গিয়েছে, সেই অর্থে খুব ধুমধাম করে আজ জন্মদিন পালন হচ্ছে না। তবে, তা পালন হচ্ছে একেবারে অন্যভাবে। পরিবারের সদস্যদের পাশাপাশি খুব কাছে মানুষদের নিয়েই আজকের দিনটা কাটাচ্ছেন চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবার। ছবি: ইনস্টাগ্রাম।
*জানা গিয়েছে, আজ হবে পুস্পাভিষেক। বাড়ির রাধা-কৃষ্ণের মূর্তি সাজিয়ে তোলা হয়েছে। রাজ-শুভশ্রী আমন্ত্রন জানিয়েছেন ইসকনের কয়েকজন প্রভুকে। তাঁরা কীর্তন গাইবেন। একই সঙ্গে এ দিন হবে ছোট্ট ইউভানের পুস্পাভিষেক। এই সব দায়িত্ব পালন করেছেন ইউভানের মাসির ছেলে অনীশ। তিনি ইসকনের সঙ্গে যুক্ত থাকায় সব সামলেছেন নিজের মতো করে। ছবি: ইনস্টাগ্রাম।