♦ বিয়েটা সেরেছেন দেশের বাইরে ৷ ডেস্টিনেশন ওয়েডিংই পছন্দ ছিল টলি নায়িকা তথা তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী হওয়া সাংসদ নুসরত জাহানের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/10
♦ শহরের কোলাহল নয় ৷ কলকাতা থেকে ৫ হাজার ৯৮৯ কিলোমিটার দূরে তুরস্কের বোদরুম শহরের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় বন্ধু তথা ফ্যাশন ব্র্যান্ডের মালিক নিখিল জৈনের সঙ্গে চার হাত এক হয়েছে নুসরতের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/10
♦ পাত্র-পাত্রী দু’জনেই চেয়েছিলেন একটু নিরিবিলিতে বিয়েটা সারতে ৷ যেখানে থাকবে না মিডিয়ার ফ্ল্যাশের ঝলকানি ৷ আর তা করতে সবরকম ব্যবস্থা নিয়েছিলেন দম্পতি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/10
♦ বিয়ে সেরে গত রবিবার ভোর তিনটে নাগাদ দেশে ফিরে এসেছনে নিখিল-নুসরত ৷ পরণে গোলাপি শাড়ি, হাতে চূড়া, সিঁথিতে চওড়া করে সিঁদুর স্বামীর হাত ধরে নুসরত যখন কলকাতা বিমানবন্দরে পা ফেললেন-তখন তাঁর চেহারায় অন্যরকম দীপ্তি ৷ ছবি: অমৃত হালদার ৷
advertisement
5/10
♦ স্বামী নিখিলের হাতে নুসরতের আদলে আঁকা হয়েছিল মেহেন্দি ৷ আর সেই হাত দুটো দিয়েই স্ত্রীকে আগলে রাখছিলেন তিনি ৷ প্রকাশ্যেই চলল প্রেম পর্ব ৷ ছবি: অমৃত হালদার ৷
advertisement
6/10
♦ গভীর রাতে ছেলে আর বৌমা বিয়ে সেরে ফিরছেন ৷ সেলেব্রিটি বৌমা এই প্রথম পা রাখবেন বাড়িতে, সারা রাত জেগে বসেছিল গোটা জৈন পরিবার ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/10
♦ এরই পাশাপাশি নিখিলের ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ্গোলি’ সমস্ত কর্মীও হাজির ছিল তাঁদের নয়া মালকিনকে অভর্থ্যনা জানানোর জন্য ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/10
♦ মাড়োয়ারি মতে বৌমা নুসরতকে গৃহে প্রবেশ করালেন নায়িকার শাশুড়ি শকুন্তলা জৈন ৷ তিলকের পাশাপাশি হল নাকছাবি পরানোর অনুষ্ঠানও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
9/10
♦ গভীর রাতে কে বলবে! জৈন পরিবারে তখন খুশির জোয়ার ৷ হই-হুল্লোড়ে মাতল গোটা পরিবার ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
10/10
♦ সবথেকে মিষ্টি বিষয় ছিল নুসরতের গৃহপ্রবেশের আচার অনুষ্ঠানটি ৷ নিখিলদের পরিবারের রীতি মেনে স্ত্রী নুসরতকে কোলে নিয়ে গৃহে প্রবেশ করলেন নিখিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷