•অভিনয় যেমন করেন, তেমনই গৃহিনী হিসেবেও বেশ পরিপাটি অভিনেত্রী মধুবনী৷ ভালবাসা ডট কমের সেটে আলাপ রাজার সঙ্গে৷ সেখান থেকে প্রেম ও বিয়ে৷ হাতে শাঁখা পলা, মাথায় চওড়া সিঁদুর পরে সুখী দাম্পত্য রাজা-মধুবনী৷ সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে নিয়মিত ছবি পোস্ট করেন তিনি৷ থাকে মজাদার ভিডিও৷