গর্ভে তাঁর সন্তান, স্ত্রীর কোলে মাথা রেখে আদর রাজার...

Last Updated:
রাজা-মধুবনীর সাজানো সংসারে এখন খুশির ছোঁয়া।
1/6
• টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেই মিষ্টি ‘তোরা’কে কে না চেনেন ৷ ধারাবাহিকের হিরোর সঙ্গেই বাস্তব জীবনে তিনি বেঁধেছেন ঘর। এবার কোল আলো করে আসছে তাঁদের প্রথম সন্তান।
• টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেই মিষ্টি ‘তোরা’কে কে না চেনেন ৷ ধারাবাহিকের হিরোর সঙ্গেই বাস্তব জীবনে তিনি বেঁধেছেন ঘর। এবার কোল আলো করে আসছে তাঁদের প্রথম সন্তান।
advertisement
2/6
•স্বামী অভিনেতা রাজা গোস্বামী এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ৷ অন্যদিকে মধুবনীও খুলে ফেলেছেন তাঁর নিজস্ব বিউটি পার্লার।
•স্বামী অভিনেতা রাজা গোস্বামী এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ৷ অন্যদিকে মধুবনীও খুলে ফেলেছেন তাঁর নিজস্ব বিউটি পার্লার।
advertisement
3/6
•রাজা-মধুবনীর সাজানো সংসারে এখন খুশির ছোঁয়া। এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার । কারণ মা হতে চলেছেন মধুবনী ।
•রাজা-মধুবনীর সাজানো সংসারে এখন খুশির ছোঁয়া। এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার । কারণ মা হতে চলেছেন মধুবনী ।
advertisement
4/6
•রাজা-মধুবনীর সাজানো সংসারে এখন খুশির ছোঁয়া। এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার । কারণ মা হতে চলেছেন মধুবনী ।
•রাজা-মধুবনীর সাজানো সংসারে এখন খুশির ছোঁয়া। এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার । কারণ মা হতে চলেছেন মধুবনী ।
advertisement
5/6
•গর্ভবতী স্ত্রীকে আদরে ভরিয়ে দিচ্ছেন রাজা। করছেন দু’জনের মিষ্টি ছবি পোস্টও।
•গর্ভবতী স্ত্রীকে আদরে ভরিয়ে দিচ্ছেন রাজা। করছেন দু’জনের মিষ্টি ছবি পোস্টও।
advertisement
6/6
 •এই সময় গর্ভস্থ সন্তানের খেয়াল রাখাই মায়ের কাজ। তাই সব কিছু তিনিও করছেন নিজের সন্তানের কথা ভেবেই। এই ছবি দেখেই সকলে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
•এই সময় গর্ভস্থ সন্তানের খেয়াল রাখাই মায়ের কাজ। তাই সব কিছু তিনিও করছেন নিজের সন্তানের কথা ভেবেই। এই ছবি দেখেই সকলে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
advertisement
advertisement
advertisement