ঠিক হয়ে গেল এনগেজমেন্টের তারিখ, অযোধ্যা পাহাড়ে আংটি বদল করবেন রুদ্রজিৎ-প্রমিতা

Last Updated:
এ বার রুদ্র-প্রমিতার চার হাত এক হওয়ার পালা । সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিজেরাই জানিয়েছেন, তাঁদের এনগেজমেন্টের কথা ।
1/8
• কানাঘুষো শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই । অবশ্য নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক কোনওদিনই করেননি টেলিভিশনের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী, রুদ্রজিৎ আর প্রমিতা । ছবি: ইনস্টাগ্রাম ।
• কানাঘুষো শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই । অবশ্য নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক কোনওদিনই করেননি টেলিভিশনের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী, রুদ্রজিৎ আর প্রমিতা । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
2/8
• টিভি-র পর্দায় তাঁরা যথেষ্ট পরিচিত মুখ । একজন ‘এখানে আকাশ নীল’-এর মুখ্য ভিলেন চরিত্র, ডঃ ঝিনুক সেন অর্থা‍ৎ প্রমিতা চক্রবর্তী। আর অন্যজন, ‘সাত ভাই চম্পা’র রাঘব ওরফে রুদ্রজিৎ মুখোপাধ্যায় । ছবি: ইনস্টাগ্রাম ।
• টিভি-র পর্দায় তাঁরা যথেষ্ট পরিচিত মুখ । একজন ‘এখানে আকাশ নীল’-এর মুখ্য ভিলেন চরিত্র, ডঃ ঝিনুক সেন অর্থা‍ৎ প্রমিতা চক্রবর্তী। আর অন্যজন, ‘সাত ভাই চম্পা’র রাঘব ওরফে রুদ্রজিৎ মুখোপাধ্যায় । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
3/8
• ‘সাত ভাই চম্পা’র সেটেই আলাপ রুদ্র-প্রমিতার । ওই ধারাবাহিকে ‘পারুল’ হয়েছিলেন প্রমিতা । এর আগে অবশ্য ‘বধূবরণ’-এর মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল প্রমিতাকে । ছবি: ইনস্টাগ্রাম ।
• ‘সাত ভাই চম্পা’র সেটেই আলাপ রুদ্র-প্রমিতার । ওই ধারাবাহিকে ‘পারুল’ হয়েছিলেন প্রমিতা । এর আগে অবশ্য ‘বধূবরণ’-এর মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল প্রমিতাকে । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
4/8
• বহু দিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন রুদ্রজিৎ আর প্রমিতা । তাঁদের জুটিকে ভক্তরা খুবই পছন্দ করেন । এমনকি ভালবেসে তাঁদের ‘রুমিতা’ নামেও ডাকেন তাঁদের ফ্যানরা । ছবি: ইনস্টাগ্রাম ।
• বহু দিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন রুদ্রজিৎ আর প্রমিতা । তাঁদের জুটিকে ভক্তরা খুবই পছন্দ করেন । এমনকি ভালবেসে তাঁদের ‘রুমিতা’ নামেও ডাকেন তাঁদের ফ্যানরা । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
5/8
• এ বার রুদ্র-প্রমিতার চার হাত এক হওয়ার পালা । সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিজেরাই জানিয়েছেন, তাঁদের এনগেজমেন্টের কথা । ছবি: ইনস্টাগ্রাম ।
• এ বার রুদ্র-প্রমিতার চার হাত এক হওয়ার পালা । সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিজেরাই জানিয়েছেন, তাঁদের এনগেজমেন্টের কথা । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
6/8
• রুদ্র-প্রমিতার আংটি বদল হবে ২০২১-এর ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে’র দিন । দুই বাড়ির সম্মতিতেই হচ্ছে এই রিং সেরিমনি । ছবি: ইনস্টাগ্রাম ।
• রুদ্র-প্রমিতার আংটি বদল হবে ২০২১-এর ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে’র দিন । দুই বাড়ির সম্মতিতেই হচ্ছে এই রিং সেরিমনি । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
7/8
• তবে কলকাতায় নয় । বরং ডেস্টিনেশন এনগেজমেন্ট হচ্ছে তাঁদের । সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রমিতা জানিয়েছেন, রুদ্রের আসল বাড়ি পুরুলিয়ায় হওয়ার কারণে  পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে একটি রিসর্টেই হবে এই অনুষ্ঠান । ছবি: ইনস্টাগ্রাম ।
• তবে কলকাতায় নয় । বরং ডেস্টিনেশন এনগেজমেন্ট হচ্ছে তাঁদের । সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রমিতা জানিয়েছেন, রুদ্রের আসল বাড়ি পুরুলিয়ায় হওয়ার কারণে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে একটি রিসর্টেই হবে এই অনুষ্ঠান । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
8/8
• এরপর ২০২২-এ সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়বেন রাঘব আর পারুল । ছবি: ইনস্টাগ্রাম ।
• এরপর ২০২২-এ সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়বেন রাঘব আর পারুল । ছবি: ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement