জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ-ত্বরিতা, উত্তীর্ণ মুক্তমঞ্চে বসবে বিয়ের আসর
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
১৫ জানুয়ারি আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসছে বিয়ের আসর। ১৭ জানুয়ারি গ্র্যান্ড রিসেপশন। সেটাও হবে উত্তীর্ণতেই।
advertisement
advertisement
*৯ জানুয়ারি বিয়ে করেছেন উত্তমকুমারের বড় নাতি গৌরব চট্টোপাধ্যায়। মেয়র পারিষদ দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। তার ঠিক একমাস পরেই ফের সানাই বাজবে মহানায়কের বাড়িতে। তরুণ কুমারের একমাত্র মেয়ে মনামী চট্টোপাধ্যায়ের (ঝিমলি) ছেলে সৌরভ এবারে পাত্র। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement
*সোমবার ত্বরিতা News18Bangla.com-কে বলেন, "উত্তর কলকাতার যৌথ পরিবারে ছোট থেকে বড় হয়েছি। ফ্ল্যাটে থাকতে একেবারে ভাল লাগে না। যে পরিবারে যাচ্ছি, সেখানেও সকলে একসঙ্গে থাকে। ফলে সেটা খুব আনন্দের। আর উত্তম কুমার, তরুণ কুমাররের মতো কিংবদন্তী মানুষদের পরিবারের বউ হয়ে যাওয়া তো নিঃসন্দেহে অত্যন্ত ভাল লাগার, সেটা বলার অপেক্ষা রাখে না।" ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement