জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ-ত্বরিতা, উত্তীর্ণ মুক্তমঞ্চে বসবে বিয়ের আসর

Last Updated:
১৫ জানুয়ারি আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসছে বিয়ের আসর। ১৭ জানুয়ারি গ্র্যান্ড রিসেপশন। সেটাও হবে উত্তীর্ণতেই।
1/9
*কর্মসূত্রে ২০১৭ সালে পরিচয়। দু-বছর ছুটিয়ে প্রেম। জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ চট্টোপাধ্যায় এবং ত্বরিতা চট্টোপাধ্যায়।  ছবি: ইনস্টাগ্রাম। 
*কর্মসূত্রে ২০১৭ সালে পরিচয়। দু-বছর ছুটিয়ে প্রেম। জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ চট্টোপাধ্যায় এবং ত্বরিতা চট্টোপাধ্যায়।  ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/9
*১৫ জানুয়ারি আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসছে বিয়ের আসর। ১৭ জানুয়ারি গ্র্যান্ড রিসেপশন। সেটাও হবে উত্তীর্ণতেই। উপস্থিত থাকবেন টলিউডের একঝাঁক তারকা। ১৩ জানুয়ারি সঙ্গীতের অনুষ্ঠান। ছবি: ইনস্টাগ্রাম। 
*১৫ জানুয়ারি আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসছে বিয়ের আসর। ১৭ জানুয়ারি গ্র্যান্ড রিসেপশন। সেটাও হবে উত্তীর্ণতেই। উপস্থিত থাকবেন টলিউডের একঝাঁক তারকা। ১৩ জানুয়ারি সঙ্গীতের অনুষ্ঠান। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/9
*৯ জানুয়ারি বিয়ে করেছেন উত্তমকুমারের বড় নাতি গৌরব চট্টোপাধ্যায়। মেয়র পারিষদ দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। তার ঠিক একমাস পরেই ফের সানাই বাজবে মহানায়কের বাড়িতে। তরুণ কুমারের  একমাত্র মেয়ে মনামী চট্টোপাধ্যায়ের (ঝিমলি) ছেলে সৌরভ এবারে পাত্র। ছবি: ইনস্টাগ্রাম। 
*৯ জানুয়ারি বিয়ে করেছেন উত্তমকুমারের বড় নাতি গৌরব চট্টোপাধ্যায়। মেয়র পারিষদ দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। তার ঠিক একমাস পরেই ফের সানাই বাজবে মহানায়কের বাড়িতে। তরুণ কুমারের  একমাত্র মেয়ে মনামী চট্টোপাধ্যায়ের (ঝিমলি) ছেলে সৌরভ এবারে পাত্র। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
4/9
*বিয়ের আগের দিন অর্থাৎ ১৪ জানুয়ারি মেহেন্দি। সৌরভ এবং ত্বরিতার বিয়ের পোশাক তৈরি করছেন ডিজাইনার অভিষেক রায়। ছবি: ইনস্টাগ্রাম।     
*বিয়ের আগের দিন অর্থাৎ ১৪ জানুয়ারি মেহেন্দি। সৌরভ এবং ত্বরিতার বিয়ের পোশাক তৈরি করছেন ডিজাইনার অভিষেক রায়। ছবি: ইনস্টাগ্রাম।     
advertisement
5/9
*'করুণাময়ী রানী রাসমনি' ধারাবাহিকের সারদাময়ীর মায়ের চরিত্রে অভিনয় করছে ত্বরিতা। ফলে ব্যস্ততা থাকেই শুটিংয়ের। তার মধ্যে মহামারী পরিস্থিতি এখনও পুরোপুরি কাটেনি। ফলে বিয়ের শপিং চলছে তার মধ্যেই সময় বের করে। ছবি: ইনস্টাগ্রাম। 
*'করুণাময়ী রানী রাসমনি' ধারাবাহিকের সারদাময়ীর মায়ের চরিত্রে অভিনয় করছে ত্বরিতা। ফলে ব্যস্ততা থাকেই শুটিংয়ের। তার মধ্যে মহামারী পরিস্থিতি এখনও পুরোপুরি কাটেনি। ফলে বিয়ের শপিং চলছে তার মধ্যেই সময় বের করে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/9
*সোমবার ত্বরিতা News18Bangla.com-কে বলেন, "উত্তর কলকাতার যৌথ পরিবারে ছোট থেকে বড় হয়েছি। ফ্ল্যাটে থাকতে একেবারে ভাল লাগে না। যে পরিবারে যাচ্ছি, সেখানেও সকলে একসঙ্গে থাকে। ফলে সেটা খুব আনন্দের। আর উত্তম কুমার, তরুণ কুমাররের মতো কিংবদন্তী মানুষদের পরিবারের বউ হয়ে যাওয়া তো নিঃসন্দেহে অত্যন্ত ভাল লাগার, সেটা বলার অপেক্ষা রাখে না।" ছবি: ইনস্টাগ্রাম। 
*সোমবার ত্বরিতা News18Bangla.com-কে বলেন, "উত্তর কলকাতার যৌথ পরিবারে ছোট থেকে বড় হয়েছি। ফ্ল্যাটে থাকতে একেবারে ভাল লাগে না। যে পরিবারে যাচ্ছি, সেখানেও সকলে একসঙ্গে থাকে। ফলে সেটা খুব আনন্দের। আর উত্তম কুমার, তরুণ কুমাররের মতো কিংবদন্তী মানুষদের পরিবারের বউ হয়ে যাওয়া তো নিঃসন্দেহে অত্যন্ত ভাল লাগার, সেটা বলার অপেক্ষা রাখে না।" ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
7/9
*ত্বরিতা জানিয়েছেন, সঙ্গীতের রিহার্সাল ইতিমধ্যেই করছি। সৌরভদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান এখনও শেষ হয়নি। তারপরেই আমাদের বিয়ে। ফলে সময় কম। ফলে এখন থেকেই প্রাকটিস চলছে। আর সৌরভ মোটেই নাচতে পারে না, তাই ওঁকেও একটু দেখিয়ে দিচ্ছি। ছবি: ইনস্টাগ্রাম। 
*ত্বরিতা জানিয়েছেন, সঙ্গীতের রিহার্সাল ইতিমধ্যেই করছি। সৌরভদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান এখনও শেষ হয়নি। তারপরেই আমাদের বিয়ে। ফলে সময় কম। ফলে এখন থেকেই প্রাকটিস চলছে। আর সৌরভ মোটেই নাচতে পারে না, তাই ওঁকেও একটু দেখিয়ে দিচ্ছি। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
8/9
*বিয়ে তো গেল। হানিমুন? ত্বরিতা বলেন, "২০২১ সালের শেষের দিকে বালি যাব ঠিক আছে। সেটাই হানিমুন। তবে বিয়ের ঠিক পরেই কোথাও একটা প্রি হানিমুন হবে। সেটা অবশ্যই পাহাড়ে।" ছবি: ইনস্টাগ্রাম।
*বিয়ে তো গেল। হানিমুন? ত্বরিতা বলেন, "২০২১ সালের শেষের দিকে বালি যাব ঠিক আছে। সেটাই হানিমুন। তবে বিয়ের ঠিক পরেই কোথাও একটা প্রি হানিমুন হবে। সেটা অবশ্যই পাহাড়ে।" ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
9/9
*জানা গিয়েছে, বিয়ের দিন গৌরবের মতোই ডিজাইনার অভিষেক রায়ের পোশাকে সাজবেন সৌরভ। সনাতনী বাঙালি ধুতি-পঞ্জাবিতে মাত করবেন। আর রিসেপশনে শেরওয়ানি। ত্বরিতার বিয়ের দিন সাজবেন টুকটুকে লাল বেনারসিতে। রিসেপশনে সোনালি লহেঙ্গায় হইয়ে উঠবেন মোহময়ী। ছবি: ইনস্টাগ্রাম।
*জানা গিয়েছে, বিয়ের দিন গৌরবের মতোই ডিজাইনার অভিষেক রায়ের পোশাকে সাজবেন সৌরভ। সনাতনী বাঙালি ধুতি-পঞ্জাবিতে মাত করবেন। আর রিসেপশনে শেরওয়ানি। ত্বরিতার বিয়ের দিন সাজবেন টুকটুকে লাল বেনারসিতে। রিসেপশনে সোনালি লহেঙ্গায় হইয়ে উঠবেন মোহময়ী। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement