1/ 6


*রাত পোহালেই অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহার বিয়ে। তার আগে বুধবার হল দুজনের আইবুড়োভাত। ছবি: ইনস্টাগ্রাম।
2/ 6


*নীল এবং তৃণা দু'জনেই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আইবুড়োভাতের ছবি শেয়ার করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
3/ 6


টলিউডের প্রবল জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। তাই 'কৃষ্ণকলি'র নিখিলের সঙ্গে 'খড়কুটো'র গুনগুনের বিয়ের দেখতে তাই মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। ছবি: ইনস্টাগ্রাম।
4/ 6


*আগামিকাল শহরের এক নামী ক্লাবে বসবে জুটির বিয়ের আসর। এরপর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন হবে গ্র্যান্ড রিসেপশন। সেখানে উপস্থিত থাকবেন টলিউডের তারকারা। ছবি: ইনস্টাগ্রাম।
5/ 6


*বিয়েতে সাজগোজ, খাওয়াদাওয়া সবেতেই থাকবে বাঙালিয়ানা। লাল বেনারসিতে সাজবেন তৃণা আর নীল পরবেন ধুতি-পাঞ্জাবি। ছবি: ইনস্টাগ্রাম।