Ranita Das: বয়ফ্রেন্ড সৌপ্তিকের হাত ধরেই ইন্দ্রাশীষের সঙ্গে ‘খেলা শুরু’ রণিতা ওরফে ‘বাহামণি’র
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
‘বাহামণি’ ওরফে রণিতা দাস (Ranita Das) ফের ফিরছেন পর্দায় । এ বার বয়ফ্রেন্ড সৌপ্তিক (Souptik C)-এর হাত ধরে, ‘খেলা শুরু’ (Khela Suru) তে ।
• ‘ইষ্টি কুটুম’ (Isti Kutum)-খ্যাত বাহামণি ওরফে রণিতা দাস (Ranita Das)-কে কে না চেনেন । একটি ডান্স রিয়্যালিটি শো দিয়ে ইন্ডাস্ট্রিতে তাঁর যাত্রা শুরু হয়েছিল । ‘বাহামণি’ চরিত্রটিকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিলেন এক সময় । তারপর টেলিভিশন থেকে দীর্ঘ বিরতি । ফের তিনি ফিরছেন পর্দায় । এই প্রথমবার তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে ।
advertisement
• Klikk এর নতুন ওয়েব সিরিজ ‘খেলা শুরু’ (Khela Suru) শীঘ্রই আসতে চলেছে। আর এখানেই জুটি বাঁধছেন রণিতা আর ইন্দ্রাশীষ (Indrasish Roy) । এই সিরিজ দিয়েই পরিচালনার দুনিয়ায় পা রাখতে চলেছেন রণিতার দীর্ঘ দিনের বয়ফ্রেন্ড সৌপ্তিক (Souptik C)। প্রযোজনায়- স্থলান্তর ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ।
advertisement
• ছবির গল্প খানিকটা এ রকম----এক ছাদের তলায় বসবাস, আধুনিক জুটি, অভিষেক-শ্রেষ্ঠার। আর্ট কলেজ থেকে পাশ করেও ‘অভিষেক’ জনপ্রিয় শিল্পী হতে পারেনি। ছবি নিলাম তার অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম। রং-তুলির বদলে তার এক অন্য সাধের ও নেশা রয়েছে, জুয়া! এক দুষ্কৃতী, অভিষেক কে সেই নেশার জালে আসক্ত করে আরো ফাঁসিয়ে চলে।
advertisement
• ছবির গল্প খানিকটা এ রকম----এক ছাদের তলায় বসবাস, আধুনিক জুটি, অভিষেক-শ্রেষ্ঠার। আর্ট কলেজ থেকে পাশ করেও ‘অভিষেক’ জনপ্রিয় শিল্পী হতে পারেনি। ছবি নিলাম তার অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম। রং-তুলির বদলে তার এক অন্য সাধের ও নেশা রয়েছে, জুয়া! এক দুষ্কৃতী, অভিষেক কে সেই নেশার জালে আসক্ত করে আরো ফাঁসিয়ে চলে।
advertisement
advertisement
• কাহিনী এগোতেই দেখা যায় ...ঘটনাচক্রে, এ ভাবেই ছবি বিক্রি করতে গিয়ে অভি'র হাতে একটি অলৌকিক বিদেশী ক্যানভাসের ছবি এসে পড়ে। সেই ছবির দৌলতে রাতারাতি প্রচুর অর্থের মালিক হয়ে ওঠে তাঁরা। ইতিহাসের এক অন্ধকার, ভয়ানক মায়াবী রহস্য হাতছানি দেয় তাঁদের। তার জন্য একটি খেলা খেলতে হয় তাঁদের। আর সেই ভয়াবহ খেলার চক্রে ক্রমেই জড়িয়ে পড়তে থাকে শ্রেষ্ঠা আর অভি। জীবনের মানেই পাল্টে যায় তাঁদের । জীবনে অগুনতি টাকা এলেও হারাতে থাকে অন্য সবকিছু । কী সেই খেলা? আদৌ কি তাঁরা মুক্ত হতে পারবে সেই খেলার খপ্পর থেকে? সেই খেলার হাত থেকে মুক্তির পথ খুঁজতে থাকে ভয়ার্ত দম্পতি।
advertisement
• ছবিতে অভি’র চরিত্রে ইন্দ্রাশীষ, শ্রেষ্ঠা হয়েছেন রণিতা, ভ্যালেরি বিদাউত - এড্রিয়েন, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় - অ্যানা, জবরদস্ত নেগেটিভ চরিত্রে রানা বসু ঠাকুর - পুলিশ ইন্সপেক্টর আর পরিচালক সৌপ্তিক সি. এখানে নীলাভ’র চরিত্রে । অমিতাভ আচার্য - বাড্ডু, অসীম রায় চৌধুরী - রনেন বাবু, শ্রেয়সী সামন্ত - রনেন বাবু'র স্ত্রী প্রমূখ রয়েছেন সিরিজটিতে ।
advertisement