দিদা হলেন ‘বাহামণি’ রণিতা দাশ, নায়িকার ‘মেয়ে’ রোজি জন্ম দিল ৫ সন্তানের!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সুখবর দিলেন অভিনেত্রী । ফেসবুকে জানালেন তিনি দিদা হয়েছেন । তাঁর মেয়ে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছে ।
• টেলিভিশনের তুমুল জনপ্রিয় চরিত্র ‘বাহামণি’র চরিত্রে অভিনয় করে দর্শকদের অকুণ্ঠ ভালবাসা আদায় করেছিলেন অভিনেত্রী রণিতা দাশ । খুব কম বয়সে টলিপাড়ায় পা রেখেছিলেন রণিতা । প্রথমে ‘ধন্যি মেয়ে’, তারপর ‘ইষ্টি কুটুম’ । দু’টি ধারাবাহিকই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল । কিন্তু তারপর হঠাৎই সিরিয়াল থেকে সরে যান রণিতা । ছবি: ফেসবুক ।
advertisement
• ‘ইষ্টি কুটুম’ করতে করতেই মাঝপথে ধারাবাহিকটি ছেড়ে চলে যান তিনি । রণিতা বলেছিলেন, তাঁর শারীরিক অসুস্থতার জন্যই ধারাবাহিকটি ছাড়তে বাধ্য হয়েছিলেন । আবার নিন্দুকরা বলেন, বিপুল জনপ্রিয়তা পেয়ে রণিতা উদ্ধত হয়ে গিয়েছিলেন । সে সময় তাঁর মতানৈক্য শুরু হয় চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে । সে যাই হোক, বহুদিন পর আবাও প্রকাশ্যে দেখা যাচ্ছে রণিতাকে । সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে । প্রচারেও বেরচ্ছেন । ছবি: ফেসবুক ।
advertisement
advertisement
advertisement
advertisement