1/ 5


*মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিনের ইন্সপিরেশন, তাই তাঁর দলের সৈনিক হিসেবে শুক্রবার তৃণমূলে যোগ দিলেন টলি অভিনেতা সৌরভ দাস। এ দিন তৃণমূল ভবনে অভিনেতার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের মহাসচিব পার্থও চট্টোপাধ্যায়।
2/ 5


*বাবার স্বপ্ন পূরণ করার জন্য অভিনয় জগতে এসেছেন সৌরভ। তাঁর বাবা রাজনীতি করতেন। তাই এটাও একটা তাঁরই স্বপ্ন পূরণের অঙ্গ বলে মনে করেন সৌরভ।
3/ 5


*অভিনেতা জানিয়েছেন, তৃণমূলে জদ গিয়ে তাঁর পুনর্জন্ম হল। এ দিন দলে যোগ দিয়ে সৌরভ বলেন, "আমি দৃড় প্রতিজ্ঞ, কখনও ভাবিনি এ রকম একজন মানুষের হাত মাথায় পাব। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে ইন্সপিরেশন।"
4/ 5


*সৌরভ আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমাকে আকৃষ্ট করেছে, আমাকে অনুপ্রেরনা জুগিয়েছে। আমি কিছু বলার জন্য এখানে আসি নি, কাজ করার জন্য এসেছি।"