1/ 6


• নতুন আনন্দে উপচে পড়ছে চট্টোপাধ্যায় আর গঙ্গোপাধ্যায় পরিবার । পরিবারে এসেছে সর্বকনিষ্ঠ সদস্য, রাজ-পুত্র ।
3/ 6


• আর জন্মের পর থেকেই ইউভান, ভাইরাল । খুদে তারকাকে নিয়ে রাজশ্রীর ভক্তদের মধ্যে উন্মাদনার অন্ত নেই ।
4/ 6


• তাই ইউভানের নতুন ছবি বা ভিডিও সামনে এলেই হামলে পড়ছেন সকলে । ছেলের জন্মের পর থেকেই অবশ্য রাজ-শুভশ্রী ভক্তদের নিরাশ করেননি । একের পর এক দারুণ দারুণ ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের মন ভাল করে দিয়েছেন ।
5/ 6


• এ বার শুভশ্রী পোস্ট করলেন ছেলের সঙ্গে তাঁর একটি ছবি । ছবিটির ক্যাপশনে সদ্য মা শুভ লিখেছেন, ‘মাই লিভিং ডল।’