হোম » ছবি » বিনোদন » ‘আমার জ্যান্ত পুতুল’, বাড়ি ফেরার পর ইউভানের সঙ্গে প্রথম ছবি শেয়ার করলেন শুভশ্রী
‘আমার জ্যান্ত পুতুল’, বাড়ি ফেরার পর ইউভানের সঙ্গে প্রথম ছবি শেয়ার করলেন সদ্য মা শুভশ্রী
Bangla Editor
1/ 6
• নতুন আনন্দে উপচে পড়ছে চট্টোপাধ্যায় আর গঙ্গোপাধ্যায় পরিবার । পরিবারে এসেছে সর্বকনিষ্ঠ সদস্য, রাজ-পুত্র ।
2/ 6
• গত ১২ সেপ্টেম্বর মা হয়েছেন টলি-নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় । ছেলের নাম রেখেছেন ইউভান ।
3/ 6
• আর জন্মের পর থেকেই ইউভান, ভাইরাল । খুদে তারকাকে নিয়ে রাজশ্রীর ভক্তদের মধ্যে উন্মাদনার অন্ত নেই ।
4/ 6
• তাই ইউভানের নতুন ছবি বা ভিডিও সামনে এলেই হামলে পড়ছেন সকলে । ছেলের জন্মের পর থেকেই অবশ্য রাজ-শুভশ্রী ভক্তদের নিরাশ করেননি । একের পর এক দারুণ দারুণ ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের মন ভাল করে দিয়েছেন ।
5/ 6
• এ বার শুভশ্রী পোস্ট করলেন ছেলের সঙ্গে তাঁর একটি ছবি । ছবিটির ক্যাপশনে সদ্য মা শুভ লিখেছেন, ‘মাই লিভিং ডল।’
6/ 6
• মিষ্টি সেই ছবিটিতে ইউভান গোল গোল চোখে চেয়ে রয়েছে ক্যামেরার দিকে । যেন এখনই পোজ দিতে শিখে গিয়েছে সে ।
‘আমার জ্যান্ত পুতুল’, বাড়ি ফেরার পর ইউভানের সঙ্গে প্রথম ছবি শেয়ার করলেন সদ্য মা শুভশ্রী
• তাই ইউভানের নতুন ছবি বা ভিডিও সামনে এলেই হামলে পড়ছেন সকলে । ছেলের জন্মের পর থেকেই অবশ্য রাজ-শুভশ্রী ভক্তদের নিরাশ করেননি । একের পর এক দারুণ দারুণ ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের মন ভাল করে দিয়েছেন ।