

*আর কোনও লুকোছাপা নয়, প্রকাশ্যেই একে অপরকে ভালবাসার কথা স্বীকার করে নিলেন সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায় এবং টেলি ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা স্বস্তিকা দত্ত। শোভনের বুকে মাথা রেখে স্বস্তিকা জানালেন হ্যাঁ। ছবি: ইনস্টাগ্রাম।


*২০২০-র ডিসেম্বর থেকে টি-টাউনের চর্চায় ছিল শোভন-স্বস্তিকার প্রেম। তবে সেই জল্পনাকে জিইয়ে রেখে নিজেদের ভাল বন্ধুর তকমাতেই নিজেদের বেঁধে রেখেছিলেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম।


*তবে আর নয়। তাই প্রেমের মরসুমেই ফের প্রকাশ করেই ফেললেন একে ওপরের প্রতি ভালবাসার কথা। প্রেমের মাসে নিজের প্রেমকে স্বীকৃতি দিলেন দু'জনে। ছবি: ইনস্টাগ্রাম।


*সম্প্রতি, ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা ওরফে স্বস্তিকা দত্ত, গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি অন্তঃরঙ্গ ছবি শেয়ার করেছেন তাম্র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ’। অন্যদিকে, একই ছবি শেয়ার করেছেন শোভনও। ক্যাপশনে লিখেছেন, ‘দুই দিয়ে গুণ-দ্বিগুণ’। ছবি: ইনস্টাগ্রাম।


*ফলে এখন থেকে আর শুধুই বন্ধু নন শোভন-স্বস্তিকা, বন্ধুত্বের পাশাপাশি, এবার থেকে অফিসিয়্যাল কাপলের তালিকায় নাম যোগ হল তাঁদের নাম। তা নিয়ে যদিও স্বস্তিকা একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সে ভাবে প্রেম বা I LoveYou বলা নয়, বরং পাশে আছি, পাশে থাকব...এটাই তাঁদের বিশ্বাস। ছবি: ইনস্টাগ্রাম।


*শোভন-স্বস্তিকার ভাল বন্ধু দুর্নিবার-মীনাক্ষী। তাঁদের আইবুড়ো খিচুড়ি থেকে সংগীতের আসরে প্রত্যাশা মতোই একসঙ্গে হাজির হয়েছিলেন দু-জনে। সঙ্গীতে নীল-কালোর কম্বিনেশনে এবং বিয়ের দিকে হলুদ-নীলের মিশেলে সেজে তাক লাগিয়েছেন দু'জনে। ছবি: ইনস্টাগ্রাম।


*দুর্নিবার-মীনাক্ষীর সঙ্গীতের পরেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেদের অন্তঃরঙ্গ মিষ্টি ছবি পোস্ট করেন তাঁরা। এরপরই কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। কারুর আবদার ‘এবার খাওয়া’, কেউ আবার মজা করে লিখেছেন ‘টুরু লাভ’। ছবি: ইনস্টাগ্রাম।