• ছোট পর্দার দর্শকদের কাছে এখন সন্ধ্যে ৭টায় চোখ থাকে টিভিতে আটকে ৷ কারণ সেই সময় ‘কৃষ্ণকলী’তে বুঁদ থাকেন সিরিয়ালপ্রেমীরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• শুরু থেকেই হিট এই সিরিয়াল ৷ শ্যামার আর নিখিলের মান-অভিমান, ঝড়ঝঞ্ঝা, প্রেম-ভালবাসা টিআরপি রেটিংয়েও উপরের দিকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• তবে সে তো সিরিয়ালের সম্পর্ক ৷ আসল সম্পর্ক তো রিলে নয়, রিয়েল লাইফে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• বছর দুয়েক আগে অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিয়ে হয়েছিলে তিয়াশা রায় ওরফে শ্যামার ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• স্বামী সুবানের ছিল জন্মদিন ৷ জমিয়ে পালন করলেন তিয়াশা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• পঞ্চব্যঞ্জন রান্না হয়েছিল ৷ নিজে হাতে সুবানকে খাইয়ে দিলেন তিয়াশা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• অবশ্য বন্ধুদের সঙ্গে কেক কাটিং সেরিমনিও হয়েছিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• বন্ধুদের সঙ্গে দারুণ সেলিব্রেট করলেন দু’জনে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতেও ভুললেন না সুবান-তিয়াশা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
...