সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ শ্রুতি, একথা কারুর অজানা নয়। মনের কথা খুব গুছিয়ে ফেসবুকের দেওয়ালে লেখেন এই টেলি নায়িকা। আজ ছিল তাঁর জীবনের একটি বিশেষ দিন। ২৫শে অক্টোবর অভিনেত্রী শ্রুতি দাসের জীবনে খুবই স্পেশ্যাল। কারণ এদিন তাঁর দুর্গার জন্মদিন। এদিন শ্রুতির মা, স্বরূপা দাসের জন্মদিন। এই বিশেষ দিনেও মায়ের জন্য মন কেমন মেশানো বার্তা শ্রুতির ফেসবুকের দেওয়ালে। প্রতীকী ছবি।
এর আগে বহুবার তিনি বলেছেন, মা তাঁর সবচেয়ে কাছের বন্ধু। মা-কে ভয়ও পান, অথচ মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না তিনি। সেই এদিন ফেসবুকের দেওয়ালে মায়ের উদ্দেশে শ্রুতি লিখেছেন, ‘তোর এই হাসির জন্য সব করতেও পারি সব ছাড়তেও পারি… (অন্যায় আবদার করবি না) কারণ আমার মতো তোকে কেউ ভালবাসতে পারবে না…।' প্রতীকী ছবি।