• একটা ওয়েব সিরিজে অভিনয় করেই কাঁপিয়ে দিয়েছেন তিনি ৷ বাংলার ঘরের মেয়ে ঈশিকা দে-র কথা হচ্ছে ৷ প্রথম পর্দায় এসেই মুখ দেখিয়েছেন নওয়াজউদ্দিক সিদ্দিকি, সইফ আলি খানের মতো অভিনেতাদের সঙ্গে ৷
advertisement
2/5
• নেটফ্লিক্স-এর সেক্রেড গেমস-খ্যাত ঈশিকা এবার ফিরছেন বাংলা ছবিতে ৷ আগে থিয়েটার করেছেন অনেক ৷ কিন্তু পর্দায় তাঁকে দেখা যাবে প্রথমবার ৷
advertisement
3/5
• পূর্ব, পশ্চিম, দক্ষিণ (উত্তর আসেনি)- নামের একটি ছবি করছেন ঈশিকা ৷ রাজর্ষি দে-র পরিচালনায় এই প্যারানর্মাল থ্রিলার ছবিতে দেখা যাবে ঈশিকাকে ৷
advertisement
4/5
• ছবিতে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ৷ ছবিতে তাঁরা সহযাত্রী ৷ একটি ট্রেন সফরের সময় তাঁদের মুখ দিয়েই গোটা গল্পটা বলা হয় ৷ এছাড়াও ছবিতে রয়েছেন রাজেশ শর্মা, রুদ্র প্রসাদ সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, পদ্মনাভ দাশগুপ্ত, সুচন্দ্রা বানিয়া, গৌরব চক্রবর্তী ৷
advertisement
5/5
• ছবির পরিচালক রাজর্ষি দে জানালেন, ছবিটি আসলে তিনটি গল্পের সমষ্টি ৷ এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে ৷ পরাণের চরিত্রটির নাম কৃষ্ণানন্দ আগমবাগীশ ৷ কোথাও কোনও অশুভ দেখলেই সেখানে পৌঁছে যান এই তান্ত্রিক ৷