Rupankar Bagchi : 'ক্যান আই ম্যারি ইউ, ডার্লিং?' হঠাৎ বিয়ের শখ রূপঙ্করের! কিন্তু কাকে প্রস্তাব দিলেন? দেখুন ছবি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
প্লেব্যাক থেকে ব্যক্তিগত অ্যালবাম সবেতেই তাঁর জনপ্রিয়তা হিংসে করার মত। তিনি রূপঙ্কর বাগচী (rupankar bagchi)। সহজ, সাবলীল ব্যবহারের জন্য ইন্ডাস্ট্রিতেও তাঁর বন্ধুর অভাব নেই। পেয়েছেন জাতীয় পুরস্কারও। পেশাগত সাফল্যে যোগ হচ্ছে নতুন নতুন পালক । আর পাল্লা দিয়ে বাড়ছে জনপ্রিয়তা।
টলিউডের প্রথম সারির গায়কদের মধ্যে তিনি একজন। প্লেব্যাক থেকে ব্যক্তিগত অ্যালবাম সবেতেই তাঁর জনপ্রিয়তা হিংসে করার মত। তিনি রূপঙ্কর বাগচী (rupankar bagchi)। সহজ, সাবলীল ব্যবহারের জন্য ইন্ডাস্ট্রিতেও তাঁর বন্ধুর অভাব নেই। পেয়েছেন জাতীয় পুরস্কারও। পেশাগত সাফল্যের পালক যোগ হচ্ছে নতুন নতুন। আর পাল্লা দিয়ে বাড়ছে জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়াতেও বেশ নিয়মিত তিনি। সপরিবারে তাঁর ছবিও চোখে পরে বিশেষ দিন গুলিতে। এহেন রূপঙ্করই হঠাৎ কিনা বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন কাউকে?
advertisement
advertisement
advertisement
advertisement
অনুরাগীরাও রূপঙ্করের এই অকপট স্বীকারোক্তিতে মুদ্ধ। শুভেচ্ছা ও ভালোবাসা উপচে পড়েছে রূপঙ্করের ফেসবুক পেজে। বিয়ের এতো বছর পরেও স্ত্রী চৈতালি ও রূপঙ্করের সম্পর্কের এই কেমিস্ট্রিতে অনুপ্রাণিতও হয়েছেন অনেকেই। বৈবাহিক সম্পর্ক ও তাঁর মাধুর্যকে ফুরিয়ে যেতে না দেওয়ার জন্যেও নেট নাগরিকদের অভিনন্দন পেয়েছেন দম্পতি।