প্রেম দিবসেই বিয়ে সারলেন প্রমিতা-রুদ্রজিৎ! রূপকথার গল্পের মতো পরিণতি পেল তারকা জুটির ভালোবাসা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
ভ্যালেন্টাইনস ডে মানেই, সারাবছরের প্রেমকে উদযাপন করে নেওয়ার দিন। সঙ্গীর সঙ্গে নানা ভাবে দিনটিকে স্মরণীয় করে তোলেন যুগলরা। আর তাই এইদিনটিকেই বেছে নিয়েছেন প্রমিতা রুদ্রজিৎ। এই দিনই আইনি মতে পাকাপাকি ভাবে ঘর বাঁধলেন তারকা জুটি।
টলিউডে এখন বিয়ের মরশুম। একের পর এক তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসছেন। যাকে এক কথায় বলে লাভ ইজ ইন দি এয়ার। সদ্যই বিয়ে সেরেছেন টলিউডের ইমন-নীলাঞ্জন, নীল-তৃণা, ওম-মিমিরা। এবার সেই খাতায় নাম লেখাবেন ছোট পর্দার হিট জুটি প্রমিতা চক্রবর্তী ও রুদ্রজিৎ মুখোপাধ্যায়। রবিবার রাতে অর্থাৎ প্রেম দিবসেই সেরে ফেললেন সবচেয়ে জরুরি কাজটি।
advertisement
advertisement
advertisement
advertisement
বিগত কয়েকদিন ধরে শপিং থেকে খাওয়া-দাওয়া সব কিছু নিয়েই ব্যস্ত এই সেলেব জুটি। সেই সঙ্গে চলছে আইবুড়ো ভাত খাওয়া। রুদ্রজিৎকে 'জীবনসাথী' ধারাবাহিকের সেটে নিজে হাতে আইবুড়ো-ভাত খাওয়ালেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত ও দীপাঙ্কর দে সহ অন্য কলা-কুশলীরা। ওদিকে প্রমিতাও বাদ নেই আইবুড়ো ভাত খাওয়া থেকে। ফটোশ্যুটের মাঝেই চলছে নায়িকার আইবুড়ো-ভাত অনুষ্ঠান।
advertisement