হোম » ছবি » বিনোদন » অমৃতি থেকে পিঠে, কড়াইশুঁটির কচুরি থেকে বাসন্তী পোলাও, এমনই ঋদ্ধিমা-গৌরবের জামাই
অমৃতি থেকে পিঠে, কড়াইশুঁটির কচুরি থেকে বাসন্তী পোলাও, এমনই ঋদ্ধিমা-গৌরবের জামাইষষ্ঠীর লম্বা মেনু
Bangla Editor
1/ 8
আম লিচু থেকে মিষ্টি ৷ দুপুরের মেনুতেও পঞ্চব্যাঞ্জনের লম্বা তালিকা ৷ শ্বশুরবাড়িতে এমনই আদর-আপ্যায়নে জামাইষষ্ঠী শুরু গৌরব চক্রবর্তীর ৷ ছবি সৌজন্যে- ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
2/ 8
জামাইষষ্ঠী উপলক্ষে এদিন লাল পাঞ্জাবিতে সেজে ঋদ্ধিমার বাড়ি হাজির হয়েছিলেন গৌরব ৷ ছবি সৌজন্যে- ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
3/ 8
রীতি মেনে আম-লিচু দিয়ে জামাই বরণ, সঙ্গে পাখার হাওয়া ও শান্তি জলের ছিটে দিয়ে জামাইষষ্ঠী অনুষ্ঠান শুরু করলেন ঋদ্ধিমার মা ৷ ছবি সৌজন্যে- ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
4/ 8
জামাই গৌরবকে বুকে টেনে নিয়ে আর্শীবাদ ঋদ্ধিমার বাবার ৷ ছবি সৌজন্যে- ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
5/ 8
পাঁচরকম ভাজা দিয়ে শুরু দুপুরের মেনু ৷ এরপর একে একে গৌরবের পাতে পড়তে থাকল কড়াইশুঁটির কচুরি, ফিশ ফ্রাই, ধোঁকার ডালনা, পাবদার ঝাল, মটন, চিংড়ি মাছ, দই ৷ ছবি সৌজন্যে- ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
6/ 8
আর শেষ পাতে পাঁচ রকমের মিষ্টি ও ড্রাই ফুটস ৷ ছবি সৌজন্যে- ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
7/ 8
যোগ্য সহধর্মিনীর মতো এদিন বরের পাশেই ছিলেন ঋদ্ধিমা ৷
8/ 8
জামাইয়ের আপ্যায়নে শুধু শাশুড়ি-শ্বশুরই নয়, উপস্থিত ছিলেন ঋদ্ধিমার বাড়ির প্রত্যেকেই ৷ ছবি সৌজন্যে- ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
অমৃতি থেকে পিঠে, কড়াইশুঁটির কচুরি থেকে বাসন্তী পোলাও, এমনই ঋদ্ধিমা-গৌরবের জামাইষষ্ঠীর লম্বা মেনু
আম লিচু থেকে মিষ্টি ৷ দুপুরের মেনুতেও পঞ্চব্যাঞ্জনের লম্বা তালিকা ৷ শ্বশুরবাড়িতে এমনই আদর-আপ্যায়নে জামাইষষ্ঠী শুরু গৌরব চক্রবর্তীর ৷ ছবি সৌজন্যে- ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
অমৃতি থেকে পিঠে, কড়াইশুঁটির কচুরি থেকে বাসন্তী পোলাও, এমনই ঋদ্ধিমা-গৌরবের জামাইষষ্ঠীর লম্বা মেনু
রীতি মেনে আম-লিচু দিয়ে জামাই বরণ, সঙ্গে পাখার হাওয়া ও শান্তি জলের ছিটে দিয়ে জামাইষষ্ঠী অনুষ্ঠান শুরু করলেন ঋদ্ধিমার মা ৷ ছবি সৌজন্যে- ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
অমৃতি থেকে পিঠে, কড়াইশুঁটির কচুরি থেকে বাসন্তী পোলাও, এমনই ঋদ্ধিমা-গৌরবের জামাইষষ্ঠীর লম্বা মেনু
পাঁচরকম ভাজা দিয়ে শুরু দুপুরের মেনু ৷ এরপর একে একে গৌরবের পাতে পড়তে থাকল কড়াইশুঁটির কচুরি, ফিশ ফ্রাই, ধোঁকার ডালনা, পাবদার ঝাল, মটন, চিংড়ি মাছ, দই ৷ ছবি সৌজন্যে- ঋদ্ধিমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট