*সৃষ্টির একমাত্র ভাই ইউভান। তাই তাঁকে নিয়ে তাঁর আহ্লাদের শেষ নেই। সৃষ্টির ইনস্টাগ্রাম জুড়ে মামা-মামী অর্থাৎ রাজ-শুভশ্রী এবং ভাই ইউভানের ছবি। দু-দিন আগেও ভাইয়ের ছবি শেয়ার করেছেন সৃষ্টি। এ দিন ছবি শেয়ার করে সেটিতে ট্যাগ করেন শুভশ্রীকে। ক্যাপশনে লেখেন , 'mine'। অর্থাৎ শুভশ্রী এবং ইউভান যে তাঁর বড্ড আপন তা সেখানে স্পষ্ট। ছবি: ইনস্টাগ্রাম।