• সন্তান জন্মানোর কয়েক ঘণ্টার মধ্যেই শুভশ্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সদ্যোজাতর প্রথম ছবি শেয়ার করেন ৷ জানান, ছেলের নাম YuvaanChakraborty ৷ শুভশ্রী ছেলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, '' We are blessed with a baby boy!! YUVAAN says “Hello” to you all ...।'' তবে ইউভানের জন্মের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় তার নামে ভুযো অ্যাকাউন্টে । বাধ্য হয়েই ময়দানে নামতে হয় রাজকে । সকলকে তিনি অনুরোধ করেন, ইউভান খুই ছোট । তাকে নিয়ে যেন এমন কাজ মানুষ না করেন । ছবি: ইনস্টাগ্রাম ।