• মাস দুয়েক হবে সে পৃথিবীতে এসেছে । এখন ছোট্ট ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে টলিউডের ফ্যাব কাপল রাজ-শুভশ্রীর সংসার । ইউভান চক্রবর্তী । সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শুধুই সে । জন্মেই এখন সে খুদে তারকা । ছবি: ইনস্টাগ্রাম ।
2/ 5
• একজন টলিউডের হিট নায়িকা, অন্যজন সুপারহিট পরিচালক । কিন্তু তা সত্ত্বেও সব লাইমলাইট যেন কেড়ে নিচ্ছে খুদে ইউভান । তাতে অবশ্য বেজায় আহ্লাদিত সদ্য বাবা-মা । ছবি: ইনস্টাগ্রাম ।
3/ 5
• খুদে কে নিয়েই দিন কেটে যায় । কখনও শেয়ার করছেন তাঁর অবাক বিষ্ময়ে চেয়ে থাকার ছবি, কখনও বা তাকে কলকাতা চেনানোর ভিডিও, আবার কখনও বাবার কোলে শুয়ে দুর্গা পুজোর অঞ্জলি দেওয়া । ছবি: ইনস্টাগ্রাম ।
4/ 5
• আর এ বার রাজ শেয়ার করলেন ইউভানের খুদে পায়ের ছবি । খেলতে খেলতে বাবার মুখের উপরেই সপাটে লাথি মেরেছে সে । শিশুরা তো এমনই, নিষ্পাপ, ফুলের মতো । তাদের যে কোনও কাজই যেন আদরে মাখা । ছবি: ইনস্টাগ্রাম ।
5/ 5
• বাবা রাজ সেই ছবিই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । শীতের রোদে পিতা-পুত্রের সেই উষ্ণ মুহূর্ত নেটিজেনদের মন জয় করে নিয়েছে । ছবি: ইনস্টাগ্রাম ।