

*করোনা আবহ, তার উপর অন্তঃসত্ত্বা হওয়ার কারণে গত বছরের শুরু থেকেই গৃহবন্দি ছিলেন শুভশ্রী। ইউভানের জন্মের পরও তাকে নিয়েই ব্যস্ত থেকেছেন। তাই ইউভান একটু বড় হতেই ছেলেকে নিয়ে প্রথমবার ঘুরতে বেড়িয়ে পড়লেন রাজ-শুভশ্রী। ছবি-ইনস্টাগ্রাম।


*ছোট্ট ইউভানকে নিয়ে শহরের কোলাহল থেকে থেকে খানিকটা দূরে উলুবেড়িয়ার এক রিসর্টে গিয়েছেন তাঁরা। সঙ্গে রয়েছেন রাজের মা, দুই ভাগ্নি মিষ্টি মুখোপাধ্যায় এবং সৃষ্টি পাণ্ডে। ছবি-ইনস্টাগ্রাম।


*বুধবার রাতেই রিসোর্টে পৌঁছে গিয়েছেন তাঁরা। সেখানকার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। কোথাও তাঁকে ক্যামেরার সামনে পোজ দিতে, আবার কোথাও নাচানাচির ভিডিও বানাতে দেখা গিয়েছে। ছবি-ইনস্টাগ্রাম।


*ভাইকে নিয়ে চরম ব্যস্ত দুই দিন মিষ্টি এবং সৃষ্টি। ছোট্ট ইউভানকে চোখের আড়াল করতে নারাজ। তার প্র্যামে ছড়িয়েই চলছে ঘোরাঘুরি। ছবি-ইনস্টাগ্রাম।


*আর ঠাম্মার সঙ্গে কেমিস্ট্রি তো নায়ক-নায়িকাকেও হার মানাবে। সকালে উঠেই তার ছবি-সহ প্রমাণ দিয়েছেন ইউভানের বাবা পরিচালক রাজ চক্রবর্তী। ছবি-ইনস্টাগ্রাম।


*অগস্ট মাসেই বাবাকে হারিয়েছেন রাজ। ইউভানের আগমনে পরিবারে শোকের আবহ খানিকটা হালকা যে হয়েছে, তা এ দিন রাজের পোস্ট করা একগুচ্ছ ছবি থেকেই স্পষ্ট। ছবি-ইনস্টাগ্রাম।


*বৃহস্পতিবার সকালে রাজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একই ফ্রেমে তাঁর গোটা পৃথিবী অর্থাৎ তাঁর শুভ, মা এবং ইউভানের হলিডে মুড সকলের সামনে তুলে ধরেছেন। ছবি-ইনস্টাগ্রাম।