গোল গোল চোখে অবাক চাহনি...রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের আদুরে ছবি ভাইরাল

Last Updated:
ইউভানের আদুরে ছবি ভাইরাল
1/5
এখন টলিউডের নতুন তারকা রাজ-শুভশ্রীর পুত্র ইউভান! জনপ্রিয়তায় সবাইকে টেক্কা দিচ্ছে! ইউভান কী করছে? কী পরছে? কী খাচ্ছে ? সমস্ত আপডেট পেতে মুখিয়ে থাকে নৈটিজেনরা!
এখন টলিউডের নতুন তারকা রাজ-শুভশ্রীর পুত্র ইউভান! জনপ্রিয়তায় সবাইকে টেক্কা দিচ্ছে! ইউভান কী করছে? কী পরছে? কী খাচ্ছে ? সমস্ত আপডেট পেতে মুখিয়ে থাকে নৈটিজেনরা!
advertisement
2/5
অনুরাগীদের একেবারেই নিরাশ করেন না নতুন মা-বাবা রাজ -শুভশ্রী! নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইউভানের নিয়মিত আপডেট দিতে থাকেন! এই ছবিটা সদ্য পোস্ট করেছেন রাজ! রোদ-মাখা সকালে চোখ গোলগোল করে চেয়ে আছে ইউভান। চারপাশ অবাক চোখে দেখছে... আস্তে আস্তে বড় হচ্ছে তো... এখন সবকিছু চেনার পালা... প্রতি মুহূর্তে অবাক হওয়ার পালা...
অনুরাগীদের একেবারেই নিরাশ করেন না নতুন মা-বাবা রাজ -শুভশ্রী! নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইউভানের নিয়মিত আপডেট দিতে থাকেন! এই ছবিটা সদ্য পোস্ট করেছেন রাজ! রোদ-মাখা সকালে চোখ গোলগোল করে চেয়ে আছে ইউভান। চারপাশ অবাক চোখে দেখছে... আস্তে আস্তে বড় হচ্ছে তো... এখন সবকিছু চেনার পালা... প্রতি মুহূর্তে অবাক হওয়ার পালা...
advertisement
3/5
ইউভানের এই ছবিতে ভালবাসা জানিয়েছেন শ্রাবন্তী, সোহিনি থেকে শুরু করে প্রায় গোটা টলিউড
ইউভানের এই ছবিতে ভালবাসা জানিয়েছেন শ্রাবন্তী, সোহিনি থেকে শুরু করে প্রায় গোটা টলিউড
advertisement
4/5
মা-কে আঁকড়ে পরম নিশ্চিন্তে একরত্তি... ইউভানের একমাসের জন্মদিনের এই আদুরে ছবিটা পোস্ট করেন রাজ, শুভশ্রী
মা-কে আঁকড়ে পরম নিশ্চিন্তে একরত্তি... ইউভানের একমাসের জন্মদিনের এই আদুরে ছবিটা পোস্ট করেন রাজ, শুভশ্রী
advertisement
5/5
ঠাকুমার কোলে আদর খাচ্ছে ইউভান! রাজ ঠাট্টা করে লেখেন, '' আমিও এরম ভাবে মার কাছে আদর খেতাম, এখনও খাই... আমর হিংসা হচ্ছে ইউভান।''
ঠাকুমার কোলে আদর খাচ্ছে ইউভান! রাজ ঠাট্টা করে লেখেন, '' আমিও এরম ভাবে মার কাছে আদর খেতাম, এখনও খাই... আমর হিংসা হচ্ছে ইউভান।''
advertisement
advertisement
advertisement