সংসারের লক্ষ্মী হয়ে আসবেন শীঘ্রই, তার আগে রুদ্রজিতের বাড়িতে লক্ষ্মী পুজোয় ব্যস্ত প্রমিতা

Last Updated:
সামনের ফেব্রুয়ারিতেই তাঁদের এনগেজমেন্ট । তার আগেই একসঙ্গে লক্ষ্মী পুজো করছেন রুদ্রজিৎ আর প্রমিতা।
1/5
• সামনেই বিয়ে । হাতে আর মাত্র কয়েকটা মাস । তারপরেই সংসারের পড়বে জ্যান্ত লক্ষ্মীর পদচিহ্ন । তার ঠিক আগেই বাড়িতে লক্ষ্মী পুজো করছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রুদ্রজিৎ-প্রমিতা । Pic: Instagram
• সামনেই বিয়ে । হাতে আর মাত্র কয়েকটা মাস । তারপরেই সংসারের পড়বে জ্যান্ত লক্ষ্মীর পদচিহ্ন । তার ঠিক আগেই বাড়িতে লক্ষ্মী পুজো করছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রুদ্রজিৎ-প্রমিতা । Pic: Instagram
advertisement
2/5
• ‘জীবনসাথী’র নায়ক রুদ্রজিৎ মুখোপাধ্যায় আর ‘এখানে আকাশ নীল’-এর ঝিনুক সেন ওরফে প্রমিতা চক্রবর্তীর সম্পর্ক অনেকদিনের । সামনের ফেব্রুয়ারিতেই তাঁদের এনগেজমেন্ট । তারিখও ঠিক হয়ে গিয়েছে । Pic: Instagram
• ‘জীবনসাথী’র নায়ক রুদ্রজিৎ মুখোপাধ্যায় আর ‘এখানে আকাশ নীল’-এর ঝিনুক সেন ওরফে প্রমিতা চক্রবর্তীর সম্পর্ক অনেকদিনের । সামনের ফেব্রুয়ারিতেই তাঁদের এনগেজমেন্ট । তারিখও ঠিক হয়ে গিয়েছে । Pic: Instagram
advertisement
3/5
• ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে’র দিনেই অযোধ্যা পাহাড়ের কাছে একটি রিসর্টে তাঁদের রিং সেরিমনির অনুষ্ঠান হবে । এনগেজমেন্টের পর সম্ভবত একইসঙ্গে থাকবেন ‘রুমিতা’ (ভক্তদের দেওয়া নাম) । Pic: Instagram
• ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে’র দিনেই অযোধ্যা পাহাড়ের কাছে একটি রিসর্টে তাঁদের রিং সেরিমনির অনুষ্ঠান হবে । এনগেজমেন্টের পর সম্ভবত একইসঙ্গে থাকবেন ‘রুমিতা’ (ভক্তদের দেওয়া নাম) । Pic: Instagram
advertisement
4/5
• আর সেই কারণেই নতুন ফ্ল্যাটে সম্প্রতি শিফ্ট করেছেন রুদ্রজিৎ । সেই নতুন বাড়িতেই এ বছর লক্ষ্মী পুজো করছেন এই সেলেব জুটি ।
• আর সেই কারণেই নতুন ফ্ল্যাটে সম্প্রতি শিফ্ট করেছেন রুদ্রজিৎ । সেই নতুন বাড়িতেই এ বছর লক্ষ্মী পুজো করছেন এই সেলেব জুটি ।
advertisement
5/5
• সংসারের লক্ষ্মীর হাত ধরে প্রথমবার গৃহে প্রবেশ করলেন দেবী লক্ষ্মী ।
• সংসারের লক্ষ্মীর হাত ধরে প্রথমবার গৃহে প্রবেশ করলেন দেবী লক্ষ্মী ।
advertisement
advertisement
advertisement